Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ডেঙ্গু বিজয় অভিযানে ‌ নামছে হলদিয়া পুরসভা

ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/Ye6Ak5m3iUc

ডেঙ্গু বিজয় অভিযানে ‌ নামছে হলদিয়া পুরসভা

বর্ষার আগেই ডেঙ্গু বিজয় অভিযানে ‌ নামছে হলদিয়া পুরসভা । সেই উদ্দেশ্যে বুধবার স্টেট আরবান ডেভলপমেন্ট এজেন্সির (সুডা)তত্ত্বাবধানে হলদিয…

 


 ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/Ye6Ak5m3iUc



ডেঙ্গু বিজয় অভিযানে ‌ নামছে হলদিয়া পুরসভা



বর্ষার আগেই ডেঙ্গু বিজয় অভিযানে ‌ নামছে হলদিয়া পুরসভা । সেই উদ্দেশ্যে বুধবার স্টেট আরবান ডেভলপমেন্ট এজেন্সির (সুডা)তত্ত্বাবধানে হলদিয়া পৌরসভার প্রেস কর্নারে শুরু হয়েছে পাঁচদিনের প্রশিক্ষণ শিবির । ডেঙ্গু বিজয় অভিযানের সঙ্গে যুক্ত কর্মীদের ডেঙ্গু নিধনের আধুনিক বিজ্ঞানসম্মত প্রশিক্ষণ দেয়া হচ্ছে । 

    ‌     জানা গিয়েছে ২০২২ সালে হলদিয়া পুর- এলাকায় ৪২ জন ডেঙ্গু আক্রান্ত ছিলেন । ২০২৩ সালে  আক্রান্ত হয়েছিলেন ৩৩ জন । চলতি বছরে পৌর কর্তৃপক্ষের তা শূন্যে নামিয়ে আনার টার্গেট রয়েছে । তাই আগেভাগেই গুরুত্ব দিয়ে এই ডেঙ্গু নিধন অভিযান শুরু করা হচ্ছে । মাইকিং, ব্যানার, ফেস্টুন, লিফলেট বিলির কাজ তো থাকছেই । সেই সঙ্গে পুরসভার ২৯ টি ওয়ার্ড জুড়ে চলবে বাড়ি বাড়ি প্রচার অভিযান । ৪১ জন সুপারভাইজার, তাদের সঙ্গে ৪৩৪ জন কর্মী ২১৭ টিম গড়ে পুর এলাকার ৬৫ হাজার পরিবারের দরজায় গিয়ে সতর্ক করবেন । পাশাপাশি ১১০০ সাফাইকর্মী বিভিন্ন এলাকার ঝোপ জঙ্গল কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন । জমা জল, আবর্জনা সরিয়ে সুস্থ পরিবেশ বজায় রাখার দায়িত্ব তারা কাঁধে নিয়েছেন । পুরসভার প্রশাসক, তথা হলদিয়া মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় জানিয়েছেন,"আমাদের লক্ষ্য রয়েছে ডেঙ্গু শূন্য পরিবেশ বজায় রাখা । সেই লক্ষ্য পূরণে আমাদের কর্মী আধিকারিক সকলেই সমন্বয় রক্ষা করে কাজ করছেন । সেই সঙ্গে এলাকার মানুষের সহযোগিতা আমরা একান্তভাবে আশা করছি । সকলের চেষ্টায় ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব হবে ।" ডেঙ্গুর প্রকোপের  নিরিখে রাজ্যে "মোস্ট ভার্নারেবল" বা অতি ঝুঁকিপ্রবণ পুরসভা রয়েছে ৩৭ টি এবং "ভার্নারেবল" বা ঝুঁকিপ্রবণ পুরসভা রয়েছে ৯২ টি । কাজের সাফল্যের নিরিখে এখন অতি ঝুঁকিপ্রবণ থেকে ঝুঁকিপ্রবণ বিভাগে রয়েছে হলদিয়া পুরসভা ।  কলকাতা সহ ভিন রাজ্যে কর্মরত মানুষজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হলদিয়ায় হাজির হয়েছেন । বিগত বছরে এমন ঘটনা প্রমাণিত হয়েছে‌ । পৌর এলাকায় যিনি যেভাবেই ডেঙ্গু আক্রান্ত হোক না কেন, পৌর কর্তৃপক্ষ তাদের পরিষেবা দিতে প্রস্তুত রয়েছেন । কোনভাবে রোগ চেপে রাখা ঠিক হবে না । পৌর কর্মীদের সহযোগিতা করলে দ্রুত ডেঙ্গু মোকাবিলা করা সম্ভব হবে । রোগী সুস্থ হয়ে উঠবেন ।   রোগে আক্রান্ত হওয়ার আগে তাই ডেঙ্গু নিধন কর্মসূচিতে জোর দিয়েছে হলদিয়া পৌর-কর্তৃপক্ষ

No comments