তৃণমূলকে তীব্র আক্রমণ করেন বিজেপির রাষ্ট্রীয় প্রবক্তা ও আইনজীবী নাজিয়া এলাহী খান
সম্প্রতি এসএসসি নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ বালিঘাইতে বিজেপির একটি সভায় যোগদিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল…
তৃণমূলকে তীব্র আক্রমণ করেন বিজেপির রাষ্ট্রীয় প্রবক্তা ও আইনজীবী নাজিয়া এলাহী খান
সম্প্রতি এসএসসি নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ বালিঘাইতে বিজেপির একটি সভায় যোগদিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন বিজেপির রাষ্ট্রীয় প্রবক্তা ও আইনজীবী নাজিয়া এলাহী খান। এদিন এসএসসি নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে নাজিয়া এলাহী খান কল্যাণ ব্যানার্জীকে তীব্র কটাক্ষ করে বলেন, এতো বড়ো উকিল তাহলে এসএসসি মামলা সহজে জিততে পারলেন না কেন? ও এম আর সিট কোথায় আছে! সেগুলোর ওপরে চটপটি, ফুচকা বিক্রি হয়েছে বলে কটাক্ষ করেন নাজিয়া। তিনি জানিয়েছেন, বাজারে যেমন আইফোন, আই প্যাড বিক্রি হয় তেমনি তৃণমূল চাকরি বিক্রি করেছে। পাশাপাশি শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জি ও মমতা ব্যানার্জীকে তীব্র আক্রমণ করে বলেন, পার্থ যদি এতোই নির্দোষ তাহলে দিদিমনি তো নিযেকে বড়ো উকিল বলেন তার কেসটা কেন লড়লেন না! নির্লজ্জ শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে সেক্সটয় পাওয়া যাচ্ছে, ৪/৫ মেয়ে বান্ধবী নিয়ে ঘুরছে এঁদের একটুও লজ্জা নাই। মুখ্যমন্ত্রী এই বাংলাকে তোলাবাজি, গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার, চাকরি বিক্রির মত সব ধরনের দুর্নীতি করেছেন। আমরাও যোগ্য শিক্ষকদের পাশে আছি। কিন্তু তার আগে কে যোগ্য তার জন্য সমস্ত ওএমআর কোর্টে দেখাতে হবে।
No comments