এসইউসিআই (কমিউনিস্ট) মনোনীত প্রার্থী নারায়ণ চন্দ্র নায়কের সমর্থনে নন্দকুমার বাজারে পদযাত্রা ও হলদিয়াগামী লোকাল ট্রেনে প্রচার
আসন্ন লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্রে এসইউসিআই (কমিউনিস্ট) দলের মনোনীত প্রার্থী নারায়ণ চন্দ্র ন…
এসইউসিআই (কমিউনিস্ট) মনোনীত প্রার্থী নারায়ণ চন্দ্র নায়কের সমর্থনে নন্দকুমার বাজারে পদযাত্রা ও হলদিয়াগামী লোকাল ট্রেনে প্রচার
আসন্ন লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্রে এসইউসিআই (কমিউনিস্ট) দলের মনোনীত প্রার্থী নারায়ণ চন্দ্র নায়কের সমর্থনে আজ নন্দকুমার বাজারে পদযাত্রা ও হলদিয়া লোকালের আপ-ডাউন যাত্রীদের মধ্যে প্রচার সংগঠিত হয়। নন্দকুমারে দলের প্রার্থী নারায়ণ চন্দ্র নায়ক সহ উত্তর সংগঠনিক জেলা সম্পাদক প্রণব মাইতি, জেলা সম্পাদক মন্ডলী সদস্য জ্ঞানানন্দ রায়, জেলা কমিটির সদস্য অনুপ মাইতি, বাসুদেব দাস, শিক্ষক তপন জানা সহ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলার বিভিন্ন দাবির পাশাপাশি মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ রূপায়ন, নন্দকুমার ব্লকে পান সহ কৃষিজ ফসলের ন্যায্য দাম পাওয়া সুনিশ্চিত, খেজুরবেড়িয়া স্বাস্থ্য কেন্দ্র এবং উপস্বাস্থ্য কেন্দ্রগুলির পরিকাঠামোর মানোন্নয়ন, দ্রুত জল প্রকল্পের কাজ সম্পন্ন করা, রেল ক্রসিংগুলিতে রেল ওভারব্রিজ নির্মাণ, পুরসাঘাট ট্যাংরাখালীতে ব্রিজ নির্মাণ, মুলাখোপে কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণ সহ ব্লকের একাধিক দাবি নিয়ে প্রার্থী সোচ্চার হন। নারায়নবাবু বলেন, লোকসভা এলাকার সার্বিক উন্নয়ন সহ কেন্দ্র এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে দল আন্দোলন করছে। সেই আন্দোলনকে শক্তিশালী করতেই জনসাধারণকে আসন্ন লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার আবেদন করেছি।
No comments