বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে তিনটি সোনা ভারতের ঝুলিতে
বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে ভারতের জয়জয়কার। আজ, শনিবার তিরন্দাজির পুরুষ ও মহিলা কম্পাউন্ডে সোনা জিতেছে ভারত। প্যারিস ওলিম্পিকসের আগে এই সোনা জয় বাড়তি অক্সিজেন জোগাল ভারতকে…
বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে তিনটি সোনা ভারতের ঝুলিতে
বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে ভারতের জয়জয়কার। আজ, শনিবার তিরন্দাজির পুরুষ ও মহিলা কম্পাউন্ডে সোনা জিতেছে ভারত। প্যারিস ওলিম্পিকসের আগে এই সোনা জয় বাড়তি অক্সিজেন জোগাল ভারতকে। চীনের সাংহাইতে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপ ২০২৪। তাতে এদিন জ্যোতি সুরেখা ভেন্নাম, অদিতি স্বামী এবং পরণীত কৌর মহিলাদের কম্পাউন্ড টিম ইভেন্টে ইতালিকে ২৩৬-২২৫ ব্যবধানে পরাজিত করে সোনা জেতে। অপরদিকে পুরুষদের দলে ছিলেন অভিষেক ভার্মা, প্রিয়াংশ, প্রথমেশ ফুগে। নেদারল্যান্ডসকে ২৩৮-২৩১ পয়েন্টে হারিয়ে পুরুষদের কম্পাউন্ড টিম ইভেন্টে সোনা জেতেন তাঁরা।
No comments