ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/2DIGEQ0XZxI
বিশ্ব বই দিবস ও কপিরাইট দিবস চামেলী ভট্টাচার্য (হাওড়া ) :আজ ২৩শে এপ্রিল বিশ্বব্যাপী বই ও কপিরাইট দিবস পালিত হয়। এই দিনটি পালনের উদ্দেশ্য হল মানুষের মধ্যে বই পড়ার অভ্যাসকে উৎসা…
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/2DIGEQ0XZxI
বিশ্ব বই দিবস ও কপিরাইট দিবস
চামেলী ভট্টাচার্য (হাওড়া ) :আজ ২৩শে এপ্রিল বিশ্বব্যাপী বই ও কপিরাইট দিবস পালিত হয়। এই দিনটি পালনের উদ্দেশ্য হল মানুষের মধ্যে বই পড়ার অভ্যাসকে উৎসাহিত করা সর্বোপরি বইয়ের সামাজিক গুরুত্বকে প্রচারের জন্য, ১৯৯৫ সালে ইউনেস্কোর উদ্যোগে এই দিনটি চালু করা হয়। বর্তমানে এটি বিশ্বের ১০০ টির বেশি দেশে পালিত হচ্ছে। বিশ্বব্যাপী এই দিবস উদযাপন করা হয় বইয়ের গুূর্ণমুগ্ধকর জাদুকরী শক্তির ব্যাপারে মানুষকে ওয়াকিবহাল করতে, অতীত ও ভবিষ্যতের মধ্যে সেতুবন্ধন করে নতুন প্রজন্ম ও সংস্কৃতির মধ্যে সংযোগ স্থাপনের উদ্দেশ্য। মহাবোধি সোসাইটি হলে ২৩শে এপ্রিল বিকেল পাঁচটায়, কলেজ স্ট্রিট ক্রিয়েটিভ পাবলিশার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভা । সভায় বক্তা ছিলেন শ্রী পবিত্র সরকার, শ্রী অনিল আচার্য, শ্রী ইন্দ্রজিৎ চৌধুরী, শ্রী দেবব্রত মান্না প্রমুখ । সভায় সঞ্চালনায় ছিলেন সুদেষ্ণা দাস ।
No comments