ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/J8ni6NWY8Hc
হলদিয়ায় বিদ্যুৎ সাব স্টেশনে আগুনপূর্ব মেদিনীপুর জেলার শিল্প হলদিয়া প্রবেশদ্বার সিটিসেন্টার দুর্গাচক যাওয়ার লিঙ্ক রোড সংলগ্ন ১৩২কেভি বিদ্যুৎ সাবস্টেশনে আগুন। এই বিদ্যুৎ স্টেশনের …
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/J8ni6NWY8Hc
হলদিয়ায় বিদ্যুৎ সাব স্টেশনে আগুন
পূর্ব মেদিনীপুর জেলার শিল্প হলদিয়া প্রবেশদ্বার সিটিসেন্টার দুর্গাচক যাওয়ার লিঙ্ক রোড সংলগ্ন ১৩২কেভি বিদ্যুৎ সাবস্টেশনে আগুন। এই বিদ্যুৎ স্টেশনের পাশাপাশি কয়েকটি ভোজ্য তেলের কারখানা রয়েছে। সাব স্টেশনে আগুন লাগার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। আজ,১২ ই এপ্রিল শুক্রবার ১০:৩০ মিনিট নাগাদ ওই আগুন লেগেছিল। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই সাব স্টেশনের ফিডার লাইনে আচমকাই একটি বিস্ফোরণ ঘটে। ওইসময় আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে নিচের শুকনো ঘাসের জঙ্গলে। আগুন লেগে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে। বিদ্যুৎ স্টেশনের বাইরে ওই ঘটনা ঘটলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে তদন্ত চলছে।
*আরো নিত্য নতুন আপডেট খবর দেখতে
আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন*
WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r
No comments