Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অভিনব কায়দায় এটিএম প্রতারণা, ধৃত যুবক, চাঞ্চল্য

অভিনব কায়দায় এটিএম প্রতারণা, ধৃত যুবক, চাঞ্চল্য
দীঘায় অভিনব কায়দায় এটিএম প্রতারণার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম সমীর নস্কর। তার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার সোনার পুর এলাকায়। সোমবার তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হবে। দী…

 




অভিনব কায়দায় এটিএম প্রতারণা, ধৃত যুবক, চাঞ্চল্য


দীঘায় অভিনব কায়দায় এটিএম প্রতারণার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম সমীর নস্কর। তার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার সোনার পুর এলাকায়। সোমবার তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হবে। দীঘা থানার ওসি অভিজিৎ পাত্র বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, শনিবার দীঘা লাগোয়া জাতিমাটি গ্রামের বাসিন্দা নয়ন মাইতি নিউ দীঘার ক্ষণিকা মার্কেটের কাছে এটিএম থেকে টাকা তুলতে যান। তিনি এটিএম কার্ড পাঞ্চ করলে পরপর দু'বার ট্রানজাকশন ফেল দেখায়। পিছনে দাঁড়িয়ে থাকা যুবক ততক্ষণে নয়নবাবুর এটিএমকার্ডের পিন জেনে ফেলেছে। ওই যুবক তাঁকে সাহায্য করার নামে এগিয়ে আসে। অভিযোগ, নয়নবাবুর কাছ থেকে এটিএম কার্ডটি নিয়ে কৌশলে অন্য একটি এটিএম কার্ড তাঁকে ধরিয়ে দেয়। নয়নবাবু বুঝতে পারেননি যে, তাঁকে অন্য কার্ড দিয়েছে। এই ঘটনার কিছু সময় পর নয়নবাবুর মোবাইলে মেসেজ আসে, তাঁর অ্যাকাউন্ট থেকে দু'বারে ১২হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। তখন তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। তিনি দীঘা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্তে নেমে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সহ নানা সুত্রকে কাজে লাগিয়ে রবিবার দীঘা থেকেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে।


No comments