পয়লা বৈশাখে 'বাংলা দিবস', মঞ্চে নয় মন্ত্রী
লোকসভা ভোটের জন্য এখন গোটা রাজ্যে নির্বাচনী বিধি লাগু রয়েছে। এ অবস্থায় রাজ্য সরকারের ১লা বৈশাখ, বাংলা দিবসের অনুষ্ঠান কীভাবে হবে, তার রূপরেখা তৈরি করতে কমিশনের মতামত জানতে চেয়েছিল…
পয়লা বৈশাখে 'বাংলা দিবস', মঞ্চে নয় মন্ত্রী
লোকসভা ভোটের জন্য এখন গোটা রাজ্যে নির্বাচনী বিধি লাগু রয়েছে। এ অবস্থায় রাজ্য সরকারের ১লা বৈশাখ, বাংলা দিবসের অনুষ্ঠান কীভাবে হবে, তার রূপরেখা তৈরি করতে কমিশনের মতামত জানতে চেয়েছিল রাজ্য তথ্য-সংস্কৃতি দপ্তর। তারই পরিপ্রেক্ষিতে সরকারি অনুষ্ঠান করার ক্ষেত্রে কমিশনের তরফে বেশ কিছু গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে। সূত্রের খবর, সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে সশরীরে দেখা যাবে কিনা, তা নিয়ে কিছুটা সংশয়ে রয়েছেন নবান্নের কর্তারা। নবান্নের এক আধিকারিকের কথায়, 'মুখ্যমন্ত্রী বাংলা দিবসের অনুষ্ঠানে গেলেও বিধিনিষেধের কারণে তিনি মঞ্চে উঠতে পারবেন না। তাঁকে দর্শকাসনে বসতে হবে। সেটা খুবই বেমানান হবে।' কমিশন জানিয়েছে, বাংলা দিবস উপলক্ষ্যে সরকার থেকে কোনও বিজ্ঞাপন ছাপানো হলে তাতে মুখ্যমন্ত্রী সহ কোনও নেতা-মন্ত্রীদের নাম-ছবি এবং শুভেচ্ছাবার্তা দেওয়া যাবে না। তবে চাইলে মন্ত্রীরা বাংলা দিবসের সরকারি অনুষ্ঠানে সাধারণ দর্শক হিসাবে উপস্থিত থাকতে পারেন।
No comments