মনুষ্য "জন্ম" পাওয়া,এতো সহজ নয়!
এই মানুষ জন্ম পাওয়ার আগে...... ২০ লক্ষ বার গাছপালা হতে হয় ... কত গাছ না হয়েছি .........মুক্তি পেলাম কবে জানো যেদিন তুলসী বৃক্ষ রূপে আমার জনম হলো।।
তারপর..... …
মনুষ্য "জন্ম" পাওয়া,এতো সহজ নয়!
এই মানুষ জন্ম পাওয়ার আগে......
২০ লক্ষ বার গাছপালা হতে হয় ... কত গাছ না হয়েছি .........মুক্তি পেলাম কবে জানো যেদিন তুলসী বৃক্ষ রূপে আমার জনম হলো।।
তারপর.....
৯ লক্ষ বার জলে জন্ম, মাছ, কাকড়া, চিংড়ি ইত্যাদি হলাম .........মুক্তি পেলাম কবে জানো... যেদিন শঙ্খ রূপে আমার জনম হলো ।।
সেদিন জল থেকে আমার মুক্তি হল ।।
তারপর......
১১ লক্ষ বার পোকামাকড় হলাম, নানা রকম পোকামাকড় হতে হতে .... যেদিন মৌমাছি রূপে''ফুলের মধু সংগ্রহ করে চাঁকে ভরে দিলাম, আর সেই মধু দিয়ে কৃষ্ণ সেবা হলো , সেদিন আমি কিট জন্ম থেকে মুক্তি হলাম ।।
তারপর......
ডিমের মধ্যে জন্ম হলো ১০ লক্ষবার, কত রকমের শরী'সীপ হলাম , কত রকমের পাখি হলাম,.... মুক্তি পেলাম কবে জানো , যেদিন ময়ূর কুলে আমার জন্ম হলো, আমার পালক দিয়ে গোবিন্দের চুড়া তৈরি হলো, সেদিন পাখি জন্ম থেকে মুক্তি লাভ হল ।।
তারপর....
৩০ লক্ষ পশু জন্ম, বাঘ,সিংহ,কুকুর,বিড়াল, ইত্যাদি হতে হতে যেদিন আমি ধেনুকূলে জন্ম পেলাম , সেই দুগ্ধ উৎপন্ন করে গৌড়'গোবিন্দ,সেবায় ভোগ নিবেদন করতে করেছে , সেদিন আমাদের পশু জন্ম উদ্ধার হয়ে গেলো ।।
এইভাবে ৮৪ লক্ষ জনম পার করে, তারপড় মানুষয় জন্ম পাওয়া যায়, ।
।।তাই ভাগবত বলছে দুর্লভং ।।
এই নরদেহ নৌকা শ্রেষ্ঠ নৌকা ।।
৮৪ জনম ভ্রমণ করার পর,এমন সুন্দর মানব জনম প্রেয়েও যদি আমরা গৌড়'গোবিন্দের, সেবা করতে না পারি তাহলে আমাদের এই জন্ম বিফলে গেল ।
No comments