পুকুরে ডুবে মৃ*ত নাবালিকা
তীব্র তাপপ্রবাহের মানুষ ঘরের ভিতরে রয়েছে। একশ বছরের রেকর্ড তাপপ্রবাহ অতিক্রম করেছে। ঘনঘন জল খাওয়া এবং স্নান করার পরামর্শ দিচ্ছেন ডাক্তার মশাইগন। পূর্ব মেদিনীপুর জেলার শিল্প তালুক হলদিয়া দুর্গাচক থানার…
পুকুরে ডুবে মৃ*ত নাবালিকা
তীব্র তাপপ্রবাহের মানুষ ঘরের ভিতরে রয়েছে। একশ বছরের রেকর্ড তাপপ্রবাহ অতিক্রম করেছে। ঘনঘন জল খাওয়া এবং স্নান করার পরামর্শ দিচ্ছেন ডাক্তার মশাইগন। পূর্ব মেদিনীপুর জেলার শিল্প তালুক হলদিয়া দুর্গাচক থানার অন্তর্গত ঝিকুরখালি ৭ নম্বর ওয়ার্ডে গ্রামের একটি মেয়ে বেলা বারোটা নাগাদ পুকুরে জামা কাপড় ধুতে গিয়ে পড়ে যায়। পাশাপাশি মানুষ দেখতে পেয়ে মেয়েটিকে পুকুর থেকে তুলে নিয়ে আসে। নাম সুপ্রিয়া বলিদা বাবার নাম পঞ্চানন বলিদা বয়স আনুমানিক ১৬ বছর গ্রাম ঝিকুরখালি, থানা দুর্গাচক। সূত্রে জানা যায় পুকুরে জামা কাপড় ধুতে গিয়ে পুকুরের জলে ডুবে মারা যায়। সূত্রে জানা যায় মেয়েটি সাঁতার কাটতে জানতো না। খবর দেওয়া হয় দুর্গাচক থানার পুলিশকে দুর্গাচক থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য হলদিয়া মহাকুমার হাসপাতালে নিয়ে এসেছেন। তদন্তে নেমেছেন দুর্গাচক থানার পুলিশ। মেয়েটির মারা যাওয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
No comments