প্রচন্ড গরম কে উপেক্ষা করে তৃণমূল কংগ্রেস প্রার্থী সমর্থনে মিছিল
আসন্ন লোকসভা নির্বাচনে দামামা বেজে গেছে সারা ভারতবর্ষের ন্যায় পশ্চিমবঙ্গে ছয় দফা নির্বাচন অনুষ্ঠিত হবে পূর্ব পশ্চিম মেদিনীপুর সহ বেশ কয়েকটি জেলায় ২৫শে মে নির্বাচ…
প্রচন্ড গরম কে উপেক্ষা করে তৃণমূল কংগ্রেস প্রার্থী সমর্থনে মিছিল
আসন্ন লোকসভা নির্বাচনে দামামা বেজে গেছে সারা ভারতবর্ষের ন্যায় পশ্চিমবঙ্গে ছয় দফা নির্বাচন অনুষ্ঠিত হবে পূর্ব পশ্চিম মেদিনীপুর সহ বেশ কয়েকটি জেলায় ২৫শে মে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভিন্ন দলের প্রার্থীরা এখন ভোট প্রচারে ব্যস্ত দলীয় কর্মীদের নিয়ে ভোটের রণকৌশল তৈরি করছেন বিভিন্ন জায়গায়। বিভিন্ন জায়গায় রোড তো পথসভা এবং বিভিন্ন ছোটখাট অনুষ্ঠানে জনসংযোগ তৈরি করছেন প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রার্থী গন। তৃণমূল কংগ্রেসের তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন দেবাংশু ভট্টাচার্য। জেলা বিভিন্ন প্রান্তে গিয়ে এখন ভোট প্রচার শুরু করেছেন। সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত কুকড়াহাটি অঞ্চল এলাকার কুকড়াহাটি মনসা মন্দির থেকে প্রায় দু কিলোমিটার এই প্রখর গরমকে উপেক্ষা করে দলীয় কর্মীদের নিয়ে মিছিলে অশগ্রহণ করলেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ।উপস্থিত ছিলেন হলদিয়া সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন অশোক কুমার মিশ্র মিছিলে ছিলেন সুতাহাটা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থ পাঠক জেলা পরিষদের সদস্য অভিজিৎ দাস প্রমূখ। সূত্রে জানা যায়, পরে রামচন্দ্রপুর এসে তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের সমর্থকদের নিয়ে বৈঠক করলেন।
No comments