সাদা পলাশ ফুল নিয়ে কৌতূহল ছড়িয়েছে এলাকায়বসন্তে পুরুলিয়া মানেই গাছে গাছে লাল পলাশের আগুন। সেই পলাশের শোভা দেখতে ছুটে আসছেন দূর দূরান্তের পর্যটকরা। তবে এবার বসন্তে লাল পলাশের পাশাপাশি সাদা পলাশ ফুল নিয়ে শোরগোল পড়েছে গোটা পুরু…
সাদা পলাশ ফুল নিয়ে কৌতূহল ছড়িয়েছে এলাকায়
বসন্তে পুরুলিয়া মানেই গাছে গাছে লাল পলাশের আগুন। সেই পলাশের শোভা দেখতে ছুটে আসছেন দূর দূরান্তের পর্যটকরা। তবে এবার বসন্তে লাল পলাশের পাশাপাশি সাদা পলাশ ফুল নিয়ে শোরগোল পড়েছে গোটা পুরুলিয়ায়। যা ইতিমধ্যেই সমাজ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। পর্যটকদের মধ্যেও যা নিয়ে উন্মাদনা সৃষ্টি হয়েছে।
জানা গিয়েছে, পুরুলিয়া জেলার কেন্দা থানার বিন্দুডি গ্রামে একটি পলাশ গাছে দেখা মিলেছে সাদা ফুলের। বিরল সাদা পলাশ ফুল নিয়ে কৌতূহল ছড়িয়েছে এলাকায়। কেউ সেই ফুল নিয়ে যাচ্ছেন বাড়িতে আবার কেউ মোবাইলে ছবি তুলে সমাজ মাধ্যমে পোস্ট করছেন। তবে এর আগেও গত বছর বসন্তের সময় পুরুলিয়ার হুড়া থানা এলাকায় সাদা পলাশ ফুল নিয়ে শোরগোল ছড়ায়। তবে সেটা আদৌও শ্বেত পলাশ ছিল কিনা তা নিয়ে নানা বিতর্ক তৈরি হয় সে সময়ে। চলতি বসন্তে শ্বেত পলাশ নিয়ে নতুন করে শুরু হয়েছে হইচই। সাদা পলাশ ফুলের খবর ছড়িয়ে পড়তে তা দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। সেই সঙ্গে পর্যটকরাও। স্থানীয়রা জানিয়েছেন, সকাল বিকেল গাড়িতে করে পর্যটকরা আসছেন সাদা পলাশ ফুল দেখতে। কেউ আবার পড়ে থাকা সাদা ফুল কুড়িয়ে নিয়ে যাচ্ছেন। অনেকেই মোবাইল ক্যামেরায় বন্দি করছেন সেই ফুল। এমনিতেই বসন্তে গোটা পুরুলিয়ায় পলাশ ফুল দেখতে আসেন বহু পর্যটক। পুরুলিয়ার হোটেলগুলি এ সময় সব বুকড্ থাকে। সাদা পলাশের উন্মাদনায় পর্যটক আসা আরও বেড়েছে বলে জানা গিয়েছে। পুরুলিয়ায় সাধারণত বসন্তের সময়ে সাদা ও হলুদ রঙের পলাশ ফুলের দেখা মেলে। যা বসন্তে পুরুলিয়াকে নতুন রূপ দেয়। সেই নতুন রূপ উপভোগ করতে দলে দলে পর্যটকরা ছুটে আসেন পুরুলিয়ায়। তবে সাদা রঙের পলাশ ফুল খুবই কম মেলে। গত বছরের পর এবছরও সাদা পলাশ ফুল নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অনেকেই জানাচ্ছেন, ওই গাছে খুবই হালকা রঙের হলুদ পলাশ ফুটেছে। যা দেখতে অনেকটা সাদা রঙের মতো। সেই গাছের পলাশ ফুল রোদে রং চটে দু’-একটা সাদা হয়ে গিয়েছে।
তাতে কান দিতে নারাজ অনেকেই। বিতর্ক থাকলেও, কেন্দার যে পলাশ গাছের সাদা ফুল নিয়ে যে শোরগোল পড়েছে তা চোখে পড়ার মতো। সেখানকার বিন্দুডি গ্রামের অদূরে থাকা ওই গাছ এখন পর্যটকদের অন্যতম আকর্ষণ। গ্রামবাসীরা জানিয়েছেন, তিন বছর ধরে একই রকম ফুল ফুটছে ওই গাছে। প্রত্যন্ত গ্রামে পর্যটকদের আনাগোনা দেখে খুশি অনেকেই। তবে ওই পলাশ গাছে গোড়ায় কুড়ুলের কোপ মারার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, গাছটি ফাঁকা জায়গায় থাকায় সুযোগ বুঝে কেউ গাছটিকে নষ্ট করার জন্য এমন কাজ করেছে। তাঁরা গাছটিকে বাঁচিয়ে রাখতে চান বলে জানান।
No comments