চার বছরের স্নাতক হলেই নেট দেওয়ার সুযোগ
চার বছরের স্নাতক কোর্স পাশ করার পরই মিলবে নেট দেওয়ার সুযোগ। সেই সঙ্গে সরাসরি পিএইচডির জন্যও করা যাবে আবেদন। তবে, তার জন্য সংশ্লিষ্ট পড়ুয়াকে চার বছরের স্নাতকস্তরে পেতে হবে কমপক্ষে ৭৫ শতাংশ নম্…
চার বছরের স্নাতক হলেই নেট দেওয়ার সুযোগ
চার বছরের স্নাতক কোর্স পাশ করার পরই মিলবে নেট দেওয়ার সুযোগ। সেই সঙ্গে সরাসরি পিএইচডির জন্যও করা যাবে আবেদন। তবে, তার জন্য সংশ্লিষ্ট পড়ুয়াকে চার বছরের স্নাতকস্তরে পেতে হবে কমপক্ষে ৭৫ শতাংশ নম্বর। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এমনটাই জানিয়েছে। সংস্থার চেয়ারম্যান জগদীশ কুমার বলেন, ‘একজন পড়ুয়া ন্যূনতম ৭৫ শতাংশ নম্বর নিয়ে চার বছরের স্নাতক হলে জুনিয়র রিসার্চ ফেলোশিপের মাধ্যমে অথবা ফেলোশিপ ছাড়াই পিএইচডির জন্য আবেদন জানাতে পারবেন।’ তফসিলি জাতি, উপজাতির পড়ুয়াদের ক্ষেত্রে ইউজিসির নিয়ম মেনে ন্যূনতম নম্বরের ক্ষেত্রে পাঁচ শতাংশ ছাড়া দেওয়া হয়েছে। নতুন শিক্ষানীতি অনুসারে এই নিয়ম কার্যকর করা হচ্ছে।বর্তমান নিয়ম অনুযায়ী, মাস্টার ডিগ্রিতে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পেলে তবেই নেট (ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট) দেওয়া যায়। এবারের নেট পরীক্ষা আগামী ১৬ জুন।
*আরো নিত্য নতুন আপডেট খবর দেখতে
আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন*
WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r
No comments