Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নববর্ষ উপলক্ষে সংকলিত সুচেতনা আয়োজিত রবিবারের আড্ডা

নববর্ষ উপলক্ষে সংকলিত সুচেতনা আয়োজিত রবিবারের আড্ডা
জহরলাল বেরা : মহিষাদলে 'রাজার হালে' ক্যাফেট এরিয়ায় " সঙ্কলিত সুচেতনার নববর্ষ ১৪৩১ উদযাপন" আড্ডা যখন তুঙ্গে ।  মধুমাসের বিকেল গড়িয়ে রাত্রির থৈ -থৈ বর্ণময় আ…

 


নববর্ষ উপলক্ষে সংকলিত সুচেতনা আয়োজিত রবিবারের আড্ডা


জহরলাল বেরা : মহিষাদলে 'রাজার হালে' ক্যাফেট এরিয়ায় " সঙ্কলিত সুচেতনার নববর্ষ ১৪৩১ উদযাপন" আড্ডা যখন তুঙ্গে ।  মধুমাসের বিকেল গড়িয়ে রাত্রির থৈ -থৈ বর্ণময় আলোর পানসি তে ভেসে যাচ্ছিলো কবিতায়,আলাপচারিতা ,আড্ডার সময় জমে ওঠে!  সকলের মাঝে সামিল হলেন  রাজপরিবারের অন্যতম সদস্য-সৌর্য প্রসাদ গর্গ। গার্গী ম্যাম, চয়নিকা, সাংবাদিক ও কবি সুজিত,নবীন, দুরন্ত বিজলী নন্দীগ্রামের দ্বিতীয় বর্ষের ছাত্রী সমাদ্রিতা । উল্লখ্য সমাদ্রিতার দুটি কাব্যগ্রন্থ আছে। রাজবাড়ির প্রদর্শনশালা নিয়ম অনুসারে বন্ধ হয়ে গেলেও রাজা সৌর্যপ্রসাদ নবীন ও সকলকে সাথে নিয়ে ভেতরে ঢুকলেন। সকলের রাজপ্রাসাদে ঘুরে ঘুরে দেখলেন । সভায় সাহিত্য নিয়ে গার্গী ম্যাম অনেক প্রশ্ন উষ্কে দিলেন ।আর একদিন সেসব হবে। কৃতঞ্জতা সঞ্চালক কে । জয় মহিষাদল রাজার জয় । জয়- সঙকলিত সুচেতনার জয়।

সংস্থার অন্যতম নিরাঞ্জন বাবু বলেন আগামী দিনেও চলবে এই ধরনের সাহিত্য আড্ডা।

No comments