বিজেপি তে ভাঙ্গন !উত্তম বারিকের হাত ধরে আড়গোয়াল গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান।
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং ব্লকের আড়গোয়াল গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েকটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো। এদিন আড়গোয়ল …
বিজেপি তে ভাঙ্গন !উত্তম বারিকের হাত ধরে আড়গোয়াল গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান।
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং ব্লকের আড়গোয়াল গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েকটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো। এদিন আড়গোয়ল অঞ্চল তৃণমূল কংগ্রেস এর ডাকে দলের কর্মিদের নিয়ে একটি সাংগঠনিক আলোচনা সভা হয় সেই সভায় কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল পার্থি উত্তম বারিক ও কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস মুখপাত্র অপরেশ সাঁতরার হাত ধরে তিনটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগদান করে।
এই কর্মসূচি টি আড়গোয়াল অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এই কর্মিসভায় উপস্থিত ছিলেন কাঁথি লোকসভা কেন্দ্রের পার্থি উত্তম বারিক, কাঁথি সাংগঠনিক জেলা মুখপাত্র অপরেশ সাঁতরা, পটাশপুর ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মানষ রায়, জেলা পরিষদের সদস্য গোলকেশ নন্দ গোশ্বামি, আড়গোয়াল গ্রাম পঞ্চায়েত প্রধান মালেক আলি,
No comments