মহারাজ দের আশীর্বাদ নিয়ে প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু
আসন্ন লোকসভা নির্বাচন তমলুক লোকসভা কেন্দ্রে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য্য সুতাহাটা ব্লকে নির্বাচনী প্রচার শুরু করলেন ।
হোড়খা…
মহারাজ দের আশীর্বাদ নিয়ে প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু
আসন্ন লোকসভা নির্বাচন তমলুক লোকসভা কেন্দ্রে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য্য সুতাহাটা ব্লকে নির্বাচনী প্রচার শুরু করলেন ।
হোড়খালি ভারত সেবাশ্রম সংঘে পূজা দিয়ে মহারাজ দের আশীর্বাদ গ্রহন করে পদযাত্রা র মাধ্যমে বেগুনাবেড়িয়া,দুন্দিপুর , বাহারডাব , কলাগেছিয়া,খানপুর হয়ে কাশিপুর শীতলা মন্দিরে পূজা দিয়ে খড়িবেড়িয়া, ঊর্ধাবমাল,আগাদোরো,হয়ে দুর্গাপুর হরি মন্দিরে পুজো দিয়ে,দুর্গাপুর বাসী গোবিন্দ দাস (তপশীল ) এর বাড়িতে মধ্যাহ্ন ভোজ সেরে কর্মসূচি শেষ করলেন । আজকে প্রচার অভিযানে উপস্থিত ছিলেন সুতাহাটা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থ বটব্যাল ছিলেন সুতাহাটা ব্লক তৃণমূল কংগ্রেস প্রাক্তন সভাপতি বিশিষ্ট সমাজসেবী অশোক কুমার মিশ্র সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
*আরো নিত্য নতুন আপডেট খবর দেখতে
আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন*
WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r
No comments