Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কফি হাউসের সেই আড্ডাটা..

কফি হাউসের সেই আড্ডাটা..
'কফি হাউসের সেই আড্ডাটা..' গানের নস্টালজিয়া, এমন আবেগ মান্না দে ছাড়া স্রেফ ভাবতেই পারেনা বাঙালি। আজ, পয়লা মে তাঁর জন্মদিন। প্রবোধ চন্দ্র দে ডাক নাম মান্না দে (জন্ম: মে ১, ১৯১৯; মৃত্যু: ২৪ অক্টোবর, …

 




কফি হাউসের সেই আড্ডাটা..


'কফি হাউসের সেই আড্ডাটা..' গানের নস্টালজিয়া, এমন আবেগ মান্না দে ছাড়া স্রেফ ভাবতেই পারেনা বাঙালি। আজ, পয়লা মে তাঁর জন্মদিন। প্রবোধ চন্দ্র দে ডাক নাম মান্না দে (জন্ম: মে ১, ১৯১৯; মৃত্যু: ২৪ অক্টোবর, ২০১৩ ) ছিলেন ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা সংগীত শিল্পী এবং সুরকারদের একজন। হিন্দি, বাংলা, মারাঠি, গুজরাটিসহ প্রায় ২৪টি ভাষায় তিনি ষাট বছরেরও বেশি সময় সংগীত চর্চা করেছিলেন। আলিপুরদুয়ারে তাঁর গুণগ্রাহী দেবপ্রসাদ দাস মান্না দে সংগ্রহশালা তৈরি করেছেন। মান্না দে গায়ক হিসেবে ছিলেন আধুনিক বাংলা গানের জগতে সবচেয়ে জনপ্রিয় ও সফল সংগীত ব্যক্তিত্ব। মোহাম্মদ রফি, কিশোর কুমার, মুকেশের মতো তিনিও ১৯৫০ থেকে ১৯৭০ খ্রিস্টাব্দের দশক পর্যন্ত ভারতীয় চলচ্চিত্র জগতে সমান জনপ্রিয়তা অর্জন করেন।মান্না দে ১৯৪২ সালে কৃষ্ণ চন্দ্র দে’র সাথে বোম্বে (বর্তমান মুম্বাই) দেখতে আসেন। সেখানে শুরুতে তিনি কৃষ্ণ চন্দ্র দে এবং পরে শচীন দেববর্মনের অধীনে কাজ করেন। ‘তামান্না’ (১৯৪৩) চলচ্চিত্রে গায়ক হিসেবে মান্না দে‘র অভিষেক ঘটে। মান্না দে পদ্মশ্রী, পদ্মবিভূষণ খেতাবসহ অসংখ্য খেতাব অর্জন করেছেন। ছবিটি এঁকেছেন কুহেলি সিকদার।

No comments