মিছিলের শেষ লোকটি আজ আমি - মোহিত গাঙ্গুলী
হে মার্কেট দেখেছিলো চেতনার আহ্বানভারতবর্ষে বাড়ছে আজকে পুঁজিপতিদের স্হান ।আট ঘন্টা কাজের লড়াই এখানে গিয়েছে থেমেবারো ঘন্টার কাজ আজকে সরকার সমর্থনে ।সরকার ই আজ কেড়ে নিয়েছে ন্যুনতম অধিকারসা…
মিছিলের শেষ লোকটি আজ আমি - মোহিত গাঙ্গুলী
হে মার্কেট দেখেছিলো চেতনার আহ্বান
ভারতবর্ষে বাড়ছে আজকে পুঁজিপতিদের স্হান ।
আট ঘন্টা কাজের লড়াই এখানে গিয়েছে থেমে
বারো ঘন্টার কাজ আজকে সরকার সমর্থনে ।
সরকার ই আজ কেড়ে নিয়েছে ন্যুনতম অধিকার
সামনে দাড়িয়ে লড়াই আজকে অস্তিত্ব রক্ষার ।
সাথী বন্ধু এসো আজকে সেই পতাকার নিচে
যে পতাকা হাতের , রক্ত ঝরেছিলো রাস্তার কালো পিচে ।
হাতে হাত ধরে মিছিলে হাঁটবো
যতটুকু যেতে পারি
মে দিবসের আজ অঙ্গিকার
সুস্হ সমাজ গড়ি ।।
No comments