অরুণাচল প্রদেশের ৩০ টি জায়গার নাম বদলে দিল চীন
অরুণাচল প্রদেশকে ঘিরে ফের ভারতের সঙ্গে সংঘাতে চীন। লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) বরাবর ৩০ টি জায়গার নাম বদল করে দিল চীন। যাকে ঘিরে ফের সংঘাত শুরু হয়েছে ভারতের সঙ্গে। চীনেক অসামর…
অরুণাচল প্রদেশের ৩০ টি জায়গার নাম বদলে দিল চীন
অরুণাচল প্রদেশকে ঘিরে ফের ভারতের সঙ্গে সংঘাতে চীন। লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) বরাবর ৩০ টি জায়গার নাম বদল করে দিল চীন। যাকে ঘিরে ফের সংঘাত শুরু হয়েছে ভারতের সঙ্গে। চীনেক অসামরিক বিষয়ের দপ্তর এই সংক্রান্ত একটি তালিকাও প্রকাশ করেছে। অরুণাচল প্রদেশের মোট ১১ টি বসবাসের জায়গা, ১২ টি পাহাড়, চারটি নদী ও হ্রদের নাম নিজেদের মতো করে রেখেছে চীন। আর চীনের এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু জানিয়েছেন, ‘চীনের এই নাম দেওয়ার বিষয়টির তীব্র প্রতিবাদ জানাই। অরুণাচল প্রদেশের মধ্যে থাকা বিভিন্ন জায়গার নাম বদলে দিয়েছে। যা নিন্দার বিষয়। চীন বারবার অকাট্য যুক্তি দেয় এই বিষয়ে কিন্তু বাস্তব চিত্রটা বদলাতে পারবে না তারা। অরুণাচল প্রদেশ ভারতের অংশ। সেখানকার মানুষ ভারতবাসী ও দেশপ্রেমী।’বেজিংয়ের পদক্ষেপে হুঁশিয়ারি দিয়েছে বিদেশমন্ত্রক।
No comments