Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৪০ কেজি ওজনের অলিভ রিডলে প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার

৪০ কেজি ওজনের অলিভ রিডলে প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার
প্রায় ৪০ কেজি ওজনের অলিভ রিডলে প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার হল বাগনানের রূপনারায়ণ নদীর পাড় থেকে। শুক্রবার রাতে বাকসিহাট গ্রাম পঞ্চায়েতের মানকুর শীতলাতলায় সেটিকে দেখতে পান রাজু কোটা…

 



৪০ কেজি ওজনের অলিভ রিডলে প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার


প্রায় ৪০ কেজি ওজনের অলিভ রিডলে প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার হল বাগনানের রূপনারায়ণ নদীর পাড় থেকে। শুক্রবার রাতে বাকসিহাট গ্রাম পঞ্চায়েতের মানকুর শীতলাতলায় সেটিকে দেখতে পান রাজু কোটাল ও বাদল পাত্র নামে দুই ব্যক্তি। তাঁরা বাগনান থানায় খবর দেন। পুলিস বন্যপ্রাণ সংরক্ষণকারীদের সাহায্যে কচ্ছপটি উদ্ধার করে। উদ্ধারকারী দলটি জানায়, কচ্ছপটির বাম দিকের ফ্লিপারে চোট ছিল। নড়াচড়া করার ক্ষমতা প্রায় ছিল না। 

এই প্রজাতির অলিভ রিডলে মূলত প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরে বসবাস করে। ওড়িশার উপকূলে ডিম পাড়তে আসে। কোনওভাবে দিকভ্রান্ত হয়ে রূপনারায়ণে চলে এসেছিল। এই অঞ্চলে এর আগেও দু’টি অলিভ রিডলে মিলেছিল। একটিকে মেরে ফেলেছিল মানুষ। অন্যটি বনদপ্তর উদ্ধার করে। এদিন রাতে বনদপ্তরের কর্মীরা কচ্ছপটিকে গড়চুমুক প্রাণী চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। দপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রাণীটির চিকিৎসা চলছে। সুস্থ হলে সেটিকে তার পরিচিত পরিবেশে ছেড়ে দেওয়া হবে। হাওড়ার মতো নন ফরেস্ট এলাকায় ৪০ কেজি ওজনের কচ্ছপ পাওয়ার ঘটনা এই প্রথম। 


No comments