Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া পৌরসভার সামনে সুভাষ সরোবর নিজের দখলে নিল হলদিয়া ডেভেলাপমেন্ট অথরিটি

হলদিয়া পৌরসভার সামনে সুভাষ সরোবর নিজের দখলে নিল হলদিয়া ডেভেলাপমেন্ট অথরিটি
হাইকোর্টের রায় বেরনোর পরই মঙ্গলবার সিটিসেন্টারে সুভাষ সরোবরে জমির দখল সংক্রান্ত নোটিস বোর্ড টাঙাল হলদিয়া মঙ্গলবার ২৩ শে এপ্রিল বিকেল পাঁচটার সময় HDA। হল…

 


হলদিয়া পৌরসভার সামনে সুভাষ সরোবর নিজের দখলে নিল হলদিয়া ডেভেলাপমেন্ট অথরিটি


হাইকোর্টের রায় বেরনোর পরই মঙ্গলবার সিটিসেন্টারে সুভাষ সরোবরে জমির দখল সংক্রান্ত নোটিস বোর্ড টাঙাল হলদিয়া মঙ্গলবার ২৩ শে এপ্রিল বিকেল পাঁচটার সময় HDA। হলদিয়া পুরসভা ও HDAসামনে প্রায় ৮.২ একর জুড়ে সুভাষ সরোবর রয়েছে। লিজ সংক্রান্ত ঝামেলার জেরে ওই জমি নিয়ে পুরসভা ও একটি বেসরকারি সংস্থার সঙ্গে এইচডিএর মামলা চলছিল। সোমবার হাইকোর্ট ওই মামলা নিষ্পত্তির আদেশ দিয়েছে। এবং একই সঙ্গে মামলাকারী বেসরকারি ওই সংস্থাকে তার প্রাপ্য আদায়ের জন্য জেলায় সিভিল কোর্টে মামলা করতে পারে বলে জানিয়েছে হাইকোর্ট। HDA সূত্রে জানা গিয়েছে, ওই জমির মালিক এইচডিএ। ২০০২ সাল নাগাদ হলদিয়া পুরসভাকে ওই সরোবরে মাছ চাষ ও সৌন্দর্যায়নের জন্য লিজ দেওয়ার বিষয়ে এইচডিএর বোর্ডে সিদ্ধান্ত হয়েছিল। এইচডিএর দাবি, লিজের বিষয়ে সিদ্ধান্ত হলেও ওইসময়ে পুরসভার নামে কোনও লিজ ডিড হয়নি এবং লিজের টাকাও মেটায়নি পুর কর্তৃপক্ষ। কিন্তু পুরসভা লিজ ডিড না হওয়া সত্ত্বেও অন্য একটি সংস্থাকে সরোবরে লিজে দেয়। ওই সংস্থা বাণিজ্যিক কাজের জন্য স্টল নির্মাণ করে। HDAওই কাজে বাধা দেয়। ২০১৮সালে ওই সংস্থা এইচডিএর কাছে তার ক্ষতিপূরণ চেয়ে মামলা করে। হাইকোর্ট ওই সংস্থার নির্মাণে স্থগিতাদেশ জারি করেছিল আগেই। এরপর সাত বছর ধরে মামলা চলার পর হাইকোর্ট ওই মামলা নিষ্পত্তির রায় দিয়েছে। ফলে ওই রায়ের পর জমির মালিক হিসেবে এইচডিএ সোমবার হোর্ডিং টাঙিয়ে জমির দখল নিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেউ ওই এলাকায় নির্মাণ কাজ করলে বা জমি দখলের চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

No comments