মনসা পূজার উদ্বোধনে প্রবীণ নাগরিকদের সংবর্ধনা
মহিষাদল বিধানসভার অন্তর্গত দেভোগ গ্রাম পঞ্চায়েতের কিশমত শিবরামনগর প্রগতি সংঘের আয়োজনে ২৪ তম বর্ষে মনসা পূজার উদ্বোধন হল শনিবার ২০ শে এপ্রিল সন্ধ্যায়।উপস্থিত ছিলেন আইনজীবী হৃষিকেশ সু…
মনসা পূজার উদ্বোধনে প্রবীণ নাগরিকদের সংবর্ধনা
মহিষাদল বিধানসভার অন্তর্গত দেভোগ গ্রাম পঞ্চায়েতের কিশমত শিবরামনগর প্রগতি সংঘের আয়োজনে ২৪ তম বর্ষে মনসা পূজার উদ্বোধন হল শনিবার ২০ শে এপ্রিল সন্ধ্যায়।উপস্থিত ছিলেন আইনজীবী হৃষিকেশ সুকুল,কাঞ্চন খাঁড়া,বিজ্ঞান কর্মী নকুল চন্দ্র ঘাঁটি,তাপস প্রধান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ।তিন দিন ধরে চলবে পুজো সহ নানা অনুষ্ঠান।এদিন উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার প্রবীণ নাগরিকদের সংবর্ধনা জানানো হয়।
No comments