শিল্প শহরে তিন দিন ধরে স্কুলে বইমেলা
রানিচক গভর্নমেন্ট স্পনসর্ড বিবেকানন্দ বিদ্যাভবনে আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হয়েছে তিন দিনের স্কুল বইমেলা। চলবে শনিবার পর্যন্ত। এর আগে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে চকদ্বীপা হাইস্কুলে চারদিনের বইমেলা…
শিল্প শহরে তিন দিন ধরে স্কুলে বইমেলা
রানিচক গভর্নমেন্ট স্পনসর্ড বিবেকানন্দ বিদ্যাভবনে আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হয়েছে তিন দিনের স্কুল বইমেলা। চলবে শনিবার পর্যন্ত। এর আগে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে চকদ্বীপা হাইস্কুলে চারদিনের বইমেলা হয়েছিল। স্কুলে স্কুলে বইমেলা পড়ুয়াদের মধ্যে বই কেনার, বই দেখার ও বই পড়ার অভ্যাস বাড়িয়ে তুলবে, আশা করছেন শিক্ষকরা। ছাত্রছাত্রীদের মধ্যে টিফিনের পয়সা বাঁচিয়ে অনেকেই বই কিনেছে বলে জানা গেছে, যা সত্যিই আনন্দের।
No comments