প্রবল গরম ও জলকষ্টে হাতির মৃত্যু!
বৃহস্পতিবার (১১ এপ্রিল, ২০২৪) রাতে সত্যমঙ্গলম টাইগার রিজার্ভের (এসটিআর) একটি বনাঞ্চলে ৪৫ থেকে ৫০ বছর বয়সী একটি মহিলা বন্য হাতির মৃত্যু হয়েছে। বন বিভাগ চিকিৎসাও করেছিল। এঘটনা এক মাসের ব্যবধানে দু&…
প্রবল গরম ও জলকষ্টে হাতির মৃত্যু!
বৃহস্পতিবার (১১ এপ্রিল, ২০২৪) রাতে সত্যমঙ্গলম টাইগার রিজার্ভের (এসটিআর) একটি বনাঞ্চলে ৪৫ থেকে ৫০ বছর বয়সী একটি মহিলা বন্য হাতির মৃত্যু হয়েছে। বন বিভাগ চিকিৎসাও করেছিল। এঘটনা এক মাসের ব্যবধানে দু'বার! দুধের শিশুর সামনে মা হাতির মৃত্যু এবং শাবককে অন্য হাতির পালের সঙ্গে জোড়ার চেষ্টায় নামতে হয় তামিলনাড়ুর বন দপ্তরকে। দু'টি ঘটনারই সাক্ষী এই রাজ্যের সত্যমঙ্গলম টাইগার রিজার্ভ ও স্যাংচুয়ারির বনকর্মীরা। মার্চের প্রথম সপ্তাহের ঘটনায় এআই প্রযুক্তি, ড্রোন এবং থার্মাল স্ক্যানার কাজে লাগিয়েও শাবক হাতিকে অন্য কোনও হাতির পালের সঙ্গে মিশিয়ে দেওয়া যায়নি। তবে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে মা মরা শাবককে একটি হাতির পালে সফল ভাবে জুড়তে পেরেছেন বনকর্মীরা। গোটা পরিস্থিতিতে বন্যপ্রেমীদের একাংশ কাঠগড়ায় তুলছেন দক্ষিণ ভারতের প্রবল গরম, তাপপ্রবাহ পরিস্থিতিকে। এমনকী এ প্রসঙ্গে উঠে আসছে বেঙ্গালুরুর জলশূন্যতার সঙ্কটের কথাও।
No comments