নব দুর্গা ও যজ্ঞ অনুষ্ঠানের তৃতীয় দিনে! তৃণমূল রাজ্য মুখপাত্র কুনাল ঘোষশিল্প তালুক হলদিয়ার দুর্গাচক বাসুদেবপুর এইচএফসি মাঠে শুরু হয়েছে নবদুর্গা ও যজ্ঞ অনুষ্ঠান যোগ্য অনুষ্ঠানে উপস্থিত থেকে সকলের মঙ্গল কামনা সুখ সমৃদ্ধি কামনা …
নব দুর্গা ও যজ্ঞ অনুষ্ঠানের তৃতীয় দিনে! তৃণমূল রাজ্য মুখপাত্র কুনাল ঘোষ
শিল্প তালুক হলদিয়ার দুর্গাচক বাসুদেবপুর এইচএফসি মাঠে শুরু হয়েছে নবদুর্গা ও যজ্ঞ অনুষ্ঠান যোগ্য অনুষ্ঠানে উপস্থিত থেকে সকলের মঙ্গল কামনা সুখ সমৃদ্ধি কামনা করলেন তৃণমূল কংগ্রেস রাজ্য মুখপাত্র কুনাল ঘোষ। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন কটাক্ষ করতে ছাড়লেন না রাজ্যে বিরোধিতা নেতা শুভেন্দু অধিকারী কে। এক সময় সংখ্যালঘুদের জিহাদি বলতেন এখন ভোট এসেছে তাই তাদের নিয়ে চা চক্র করবে। তিনি বলেন খেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না। এদিন দুর্গা চোখে নবদুর্গা, যজ্ঞ অনুষ্ঠানে সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেস হলদিয়া শহর সভাপতি মিলন মন্ডল এছাড়াও উপস্থিত ছিলেন যুব নেতৃত্ব অমিত প্রামাণিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
*আরো নিত্য নতুন আপডেট খবর দেখতে
আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন*
WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r

No comments