Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিনিয়োগ বার্তা নিয়ে ভোটের মাসে ভারতে মাস্ক

বিনিয়োগ বার্তা নিয়ে ভোটের মাসে ভারতে মাস্ক
দীর্ঘদিন ধরেই ভারতে টেসলার নিজস্ব কারখানা তৈরি নিয়ে জল্পনা চলছে। চলতি মাসের শেষে সংস্থার আধিকারিকদের এ দেশে কারখানা তৈরির জন্য জমি দেখতে আসার কথা। খুব সম্ভবত মাস্কের ভারত সফরের সময়ই তাঁর …

 



বিনিয়োগ বার্তা নিয়ে ভোটের মাসে ভারতে মাস্ক


দীর্ঘদিন ধরেই ভারতে টেসলার নিজস্ব কারখানা তৈরি নিয়ে জল্পনা চলছে। চলতি মাসের শেষে সংস্থার আধিকারিকদের এ দেশে কারখানা তৈরির জন্য জমি দেখতে আসার কথা। খুব সম্ভবত মাস্কের ভারত সফরের সময়ই তাঁর সংস্থার আধিকারিকরা সেই কাজ সারবেন।নয়াদিল্লিতে ২২ এপ্রিল থেকে শুরু হওয়া সপ্তাহে দেখা করবেন ইলন মাস্ক এবং আলাদা ভাবে ভারতে তাঁর সংস্থার কী পরিকল্পনা রয়েছে তা ঘোষণা করবেন বলেই কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের দুই আধিকারিক জানিয়েছেন। শেষ মুহূর্তে মাস্কের সফরের আলোচ্যসূচি বদলাতে পারে বলে তাঁরা জানিয়েছেন। যদিও এ বিষয়ে প্রধানমন্ত্রী দপ্তর বা টেসলার তরফে কোনও মন্তব্য করা হয়নি। তবে, টেসলার এ দেশে প্রবেশের ক্ষেত্রে সব থেকে উল্লেখযোগ্য হলো মুকেশ আম্বানির সঙ্গে জোট বেঁধে যৌথ সংস্থা তৈরির ভাবনা। বিভিন্ন শিল্পক্ষেত্রের স্বাভাবিক গতিকে নাড়িয়ে দেওয়ার সুনাম বা দুর্নাম যাই হোক আছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়ের কর্তা মুকেশ আম্বানির। গ্রিন হাইড্রোজেন থেকে শুরু করে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা, আর্থিক পরিষেবা প্রতি ক্ষেত্রেই প্রবেশ করার পর বাকিদের তুলনায় দ্রুত এগিয়ে গিয়েছে মুকেশের ব্যবসা। এ বার বৈদ্যুতিক গাড়ির বাজারেও ঢোকার পরিকল্পনা করছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এ ক্ষেত্রে ভারতীয় এই সংস্থাটির সহযোগিতা চেয়েছেন স্বয়ং ইলন মাস্ক। ভারতে তাদের বৈদ্যুতিক গাড়ি বিক্রির জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাচ্ছে ইলন মাস্কের সংস্থা টেসলা। ইউএসএ-র বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী সংস্থাটি ইতিমধ্যেই সম্ভাব্য যৌথ সংস্থা তৈরির জন্য রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সঙ্গে আলোচনা শুরু করেছে বলে সূত্র উদ্ধৃত করে জানিয়েছে সংবাদসংস্থা।



*আরো নিত্য নতুন আপডেট খবর দেখতে

আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন*

WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r


No comments