পুলিসের ভুয়ো স্ট্যাম্প ব্যবহার করে জাল শংসাপত্র দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ সিভিক
নকল স্ট্যাম্প তৈরি করার অভিযোগে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার্স ২যেই রক্ষক সেই ভক্ষক? নকল স্ট্যাম্প তৈরি করে হাত সাফাই করছে দুর্গাচক থানার অন্তর্গত সিভ…
পুলিসের ভুয়ো স্ট্যাম্প ব্যবহার করে জাল শংসাপত্র দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ সিভিক
নকল স্ট্যাম্প তৈরি করার অভিযোগে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার্স ২
যেই রক্ষক সেই ভক্ষক? নকল স্ট্যাম্প তৈরি করে হাত সাফাই করছে দুর্গাচক থানার অন্তর্গত সিভিক ভলেন্টিয়ার
পুলিশ ভেরিফিকেশানে জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগে দুই সিভিক ভলেন্টিয়ার কে গ্রেপ্তার দুর্গাচক থানার পুলিশ। হলদিয়া আদালতে ২ রা এপ্রিল মঙ্গলবার আদালতে তোলা হলে বিচারক ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিলেন ।
প্রসঙ্গত, হলদিয়া কারখানায় কাজ করার জন্য সংশ্লিষ্ট থানার পুলিশ ভেরিফিকেশান লাগবে। শিল্প তালুক এলাকায় কাজের জন্য পুলিশ ভেরিফিকেশন সিভিক ভলেন্টিয়ার এর সঙ্গে যোগাযোগ করে। ৫০০ টাকা আধার কার্ডের জেরক্স নেয়। তার বিনিময়ে একটি ভেরিফিকেশন সার্টিফিকেট দেয়। সেই সার্টিফিকেট কারখানায় জমা দিলে সার্টিফিকেট জাল বলে ফিরিয়ে দেয়। দুর্গাচক থানায় ১ লা এপ্রিল অভিযোগ দায়ের করেন কুমারচক বাসিন্দা বাহাদুর সামন্ত । সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার ২ রা এপ্রিল সকালে কুমারচক গ্রাম থেকে সঞ্জয় মান্না অনির্বাণ দাস দুই সিভিক ভলেন্টিয়ার কে গ্রেফতার করে দুর্গাচক থানার পুলিশ। তাদেরকে হলদিয়া মহকুমার আদালতে তোলা হয়। মঙ্গলবার সন্ধ্যের ৬টা নাগাদ এই ঘটনা নিয়ে আইনজীবী বিমল মাঝি বলেন।
No comments