স্কুলে বিজ্ঞান ল্যাব হলদিয়া এনার্জির
হলদিয়া এনার্জি লিমিটেড শিল্পসংস্থার সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীতে(সিএসআর) তৈরি প্রায় ২০লক্ষাধিক টাকার প্রকল্পের উদ্বোধন হয়েছে শুক্রবার ১২ ই এপ্রিল।
হলদিয়া পুরসভা ও সুতাহাটা ব্লকের তিনটি স্কুল এব…
স্কুলে বিজ্ঞান ল্যাব হলদিয়া এনার্জির
হলদিয়া এনার্জি লিমিটেড শিল্পসংস্থার সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীতে(সিএসআর) তৈরি প্রায় ২০লক্ষাধিক টাকার প্রকল্পের উদ্বোধন হয়েছে শুক্রবার ১২ ই এপ্রিল।
হলদিয়া পুরসভা ও সুতাহাটা ব্লকের তিনটি স্কুল এবং একটি বৃদ্ধাআবাসে পরিকাঠামো তৈরির কাজে হলদিয়া এনার্জি লিমিটেড সহায়তা করেছে। সুতাহাটা ব্লকের হোড়খালি অঞ্চলে তপসিলি এলাকায় পার্বতীপুর পতিতপাবনী হাইস্কুলে সিএসআরের প্রায় ১০লক্ষ টাকা খরচে মিড ডে মিলের ডাইনিং হল তৈরি হয়েছে।
এছাড়া জয়নগর হাইস্কুলে পদার্থবিদ্যা ও ভূগোলের ল্যাব এবং পুরসভার দুর্গাচক এলাকার কন্যামিলন বিদ্যাভবন হাইস্কুলে নতুন বিজ্ঞানের ল্যাব গড়ে দিয়েছে হলদিয়া এনার্জি। শহরে বৃদ্ধাশ্রম তৈরির জন্য হলদিয়া সমাজকল্যাণ পর্ষদকে সহযোগিতা করেছে ওই শিল্পসংস্থা। এদিন চারটি প্রকল্পের উদ্বোধন করেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর রবি চৌধুরি। এছাড়াও ছিলেন সংস্থার ভাইস প্রেসিডেন্ট ও প্ল্যান্ট হেড সোমনাথ দত্ত, জেনারেল ম্যানেজার সুশোভন পাত্র, অন্যান্য আধিকারিক এবং বিভিন্ন স্কুলের শিক্ষকরা।
No comments