পটাশপুরে প্রচারে ঝড় তুললেন বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীপূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌমেন্দু অধিকারী প্রচারে ঝড় তুললেন। শনিবার দুপুরে প্রথমে পটাশপুর ১ ব্লকের অমর্ষিকে একটি কর্মীসভা করেন বিজেপি প্রার্থ…
পটাশপুরে প্রচারে ঝড় তুললেন বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌমেন্দু অধিকারী প্রচারে ঝড় তুললেন। শনিবার দুপুরে প্রথমে পটাশপুর ১ ব্লকের অমর্ষিকে একটি কর্মীসভা করেন বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। তারপর কয়েকশো বাইক নিয়ে বাইক রালির মাধ্যমে মিছিল করে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী পৌঁছে যান বাড়শংকর গ্রামে। সেখানে এলাকার মানুষের মধ্যে জনসংযোগ করার পাশাপাশি একটি সাংগঠনিক সভা করেন। এরপর পটাশপুর বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় তিনি পায়ে হেঁটে এলাকার মানুষের মধ্যে ভোট প্রচার করার পাশাপাশি কর্মীসভাও করেন। এদিন রাতে পটাশপুর ১ ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় শতাধিক তৃণমূল কর্মী ও সমর্থকেরা সৌমেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেন। এদিনের এই নির্বাচনী প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সম্পাদক নবীন প্রধান, খেজুরি বিধানসভার বিধায়ক শান্তনু প্রামানিক, সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মন্ডল, জেলা বিজেপির সহ-সভাপতি তাপস মাজি, মোহনলাল শী, জেলা সদস্য সুকান্ত প্রধান, সহ-সভাপতি প্রণোতোষ জেলা সম্পাদক স্বপন দাস ,মন্ডল সভাপতি স্বপন পাহাড়ি, শ্রীমন্ত পট্টনায়ক, শক্তি কেন্দ্রের প্রমুখ স্বপন রানা ,প্রিয়রঞ্জন পাত্র প্রমুখ।
No comments