২৫ জন নেতা-কর্মীকে নিয়ে পূর্ব মেদিনীপুরের উদ্দেশে রওনা দিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহারের জেলা সভাপতি
প্রথম দফায় ভোটগ্রহণ হয়েছে কোচবিহার আসনে। তারপর কয়েক দিন বিশ্রামের পর এবার লোকসভা ভোটের প্রচারে ২৫ জন নেতা-কর্মীকে নিয়ে পূর্ব…
২৫ জন নেতা-কর্মীকে নিয়ে পূর্ব মেদিনীপুরের উদ্দেশে রওনা দিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহারের জেলা সভাপতি
প্রথম দফায় ভোটগ্রহণ হয়েছে কোচবিহার আসনে। তারপর কয়েক দিন বিশ্রামের পর এবার লোকসভা ভোটের প্রচারে ২৫ জন নেতা-কর্মীকে নিয়ে পূর্ব মেদিনীপুরের উদ্দেশে রওনা দিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহারের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। শুক্রবার জেলার ২৫ জনের একটি টিম নিয়ে তিনি ট্রেনে পূর্ব মেদিনীপুরের উদ্দেশে রওনা দেন। সেখানে তমলুক কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে তাঁরা প্রচার চালাবেন। আগামী ২৫ মে ভোট রয়েছে ওই আসনে। অন্যদিকে সোমবার কোচবিহারের ২০ জনের আরও একটি তৃণমূলের টিম প্রচারে যাচ্ছে ব্যারাকপুর কেন্দ্রে। আজ, রবিবার থেকেই বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রচারে চালাবে কোচবিহারের টিম। তৃণমূলের জেলা সভাপতি নিজেই তাঁর ফেসবুক প্রোফাইলে বিষয়টি জানিয়েছেন। তিনি লিখেছেন, কোচবিহার সহ উত্তরের ছ’টি আসনের নির্বাচন শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। কোচবিহার আসনে জয় সুনিশ্চিত করে এবার তমলুক আসনের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের পক্ষে লড়াই করতে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। নন্দীগ্রাম সহ পূর্ব মেদিনীপুরের মাটিকে প্রণাম।
অভিজিৎ দে ভৌমিক বলেন, ২৫ জনের একটি টিম তমলুকে আমাদের প্রার্থীর সমর্থনে প্রচার করতে পৌঁছে যাচ্ছি। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে উন্নয়নের বার্তা তুলে ধরাই লক্ষ্য। বিজেপির জেলা সাধারণ সম্পাদক বিরাজ বোস বলেন, কোচবিহারে তৃণমূল ভোটে জিততে পারবে না। তৃণমূলের সেই নেতাদের দিয়ে যতই তমলুকে প্রচারে যাক, তাতেও কোনও প্রভাবই পড়বে না।
No comments