Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজ্যজুড়ে আয়োজিত হতে চলেছে ইঞ্জিনিয়ারিং এবং ফার্মেসির জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা

রাজ্যজুড়ে আয়োজিত হতে চলেছে ইঞ্জিনিয়ারিং এবং ফার্মেসির জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাআজ, রবিবার ২৮ শে এপ্রিল রাজ্যজুড়ে আয়োজিত হতে চলেছে ইঞ্জিনিয়ারিং এবং ফার্মেসির জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। সকাল ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত হবে গণিতে…

 



রাজ্যজুড়ে আয়োজিত হতে চলেছে ইঞ্জিনিয়ারিং এবং ফার্মেসির জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা

আজ, রবিবার ২৮ শে এপ্রিল রাজ্যজুড়ে আয়োজিত হতে চলেছে ইঞ্জিনিয়ারিং এবং ফার্মেসির জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। সকাল ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত হবে গণিতের পরীক্ষা। আর দুপুর দু’টো থেকে বিকেল চারটে পর্যন্ত পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার পরীক্ষা রয়েছে। তীব্র গরমের কথা মাথায় রেখে প্রতিটি কেন্দ্রে জেনারেটর এবং ওআরএসের বন্দোবস্ত রাখার নির্দেশ দিয়েছে জয়েন্ট এন্ট্রান্স এগজাম বোর্ড। এ বছর রেকর্ড সংখ্যক, এক লক্ষ ৪২ হাজার ৬৯২ জন পরীক্ষার জন্য আবেদন করেছেন। যে সংখ্যা গত বছরের তুলনায় প্রায় ১৮ হাজার বেশি। পরীক্ষাকেন্দ্রের সংখ্যাও আগের বছরের তুলনায় ৮২টি বেড়েছে। হয়েছে ৩৮৮টি। বোর্ডের পরামর্শ, গরম এড়াতে তাড়াতাড়ি পরীক্ষাকেন্দ্রে ঢুকে যাওয়াই ভালো। অন্তত ৯০ জন ভ্রাম্যমাণ পরিদর্শক রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর (আরএফডি) নিয়ে ঘুরবেন। সেই দলে থাকবেন অধ্যাপক, প্রাক্তন উপাচার্যদের অনেকে। প্রতি কেন্দ্রেই হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টর থাকছে। যে কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা বেশি, সেগুলিতে একাধিক মেটাল ডিটেক্টর থাকবে। মোবাইল ফোন বা অন্যান্য বৈদ্যুতিন যন্ত্র ধরতে কার্যকরী ভূমিকা নেবে আরএফডি ও  মেটাল ডিটেক্টর।

No comments