ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/I-EGFEmGKas
সমুদ্রেই দুদিন আটকে বাংলাদেশে মৎস্যজীবী!কোস্টগার্ডের উদ্ধার বাংলাদেশী মৎস্যজীবী,২৭২৭ জন বাংলাদেশী মৎস্যজীবী মাঝসমুদ্রে উদ্ধার করে বাংলাদেশের কোস্টগার্ডের হাতে তুলে দিলেন ভারতীয় কো…
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/I-EGFEmGKas
সমুদ্রেই দুদিন আটকে বাংলাদেশে মৎস্যজীবী!কোস্টগার্ডের উদ্ধার বাংলাদেশী মৎস্যজীবী,২৭
২৭ জন বাংলাদেশী মৎস্যজীবী মাঝসমুদ্রে উদ্ধার করে বাংলাদেশের কোস্টগার্ডের হাতে তুলে দিলেন ভারতীয় কোস্টগার্ড জওয়ানরা। মাঝসমুদ্রে ভারত বাংলাদেশ জলসীমার কাছে বাংলাদেশের একটি ট্রলারের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ওই ট্রলারটি ভারতের জলসীমায় ঢুকে পড়েছিল ভাসতে ভাসতে। সমুদ্রে নজরদারি চালানোর সময় ভারতীয় কোস্টগার্ডের পেট্রলিং জাহাজের জওয়ানদের নজরে আসে ওই ট্রলারটি। ভারতীয় কোস্টগার্ডের টেকনিশিয়ানরা ওই ট্রলারটি সারানোর চেষ্টা করেন। কিন্তু বাংলাদেশী ট্রলারের রেডার সিস্টেম খারাপ হয়ে যাওয়ায় কোনও কাজ করছিল না। শেষমেশ ভারত বাংলাদেশ দুই দেশের কোস্টগার্ডের মৌ চুক্তি মোতাবেক ভারতীয় কোস্টগার্ডের পক্ষ থেকে বাংলাদেশ কোস্টগার্ডকে খবর দেওয়া হয়। বৃহস্পতিবার রাতে ওই মৎস্যজীবীদের বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ 'কামারুজ্জামান' তুলে দেওয়া হয়েছে। বাড়ি ফিরতে পেরে খুশি মৎস্যজীবীরা। সূত্রের খবর, বৃহস্পতিবার ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর জাহাজ অঘোম বঙ্গোপসাগরের উপর ভারত বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেরিটাইম বর্ডার লাইনে (আই এম বি এল) টহল দিচ্ছিল। জাহাজে থাকা জোওয়ানরা লক্ষ্য করেন একটি বাংলাদেশী মাছ ধরার ট্রলার ভারতীয় জলসিমার ভিতরে চলে এসেছে। কোস্টগার্ডের জোয়ানরা কাছে গিয়ে তদন্ত শুরু করেন। জানতে পারেন ট্রলারের স্টিয়ারিং ও গিয়ার বিকল হয়ে গিয়েছে। হলে দুদিন ধরে সমুদ্রে আটকে রয়েছেন মৎস্যজীবীরা। রেডার বিকল হয়ে যাওয়ার কারণে দিক নির্ধারণ করতে পারেনি তারা। এরপর ট্রলারটি ( আই এম বি এল) এর কাছে নিয়ে আসা হয়। তারপর কলিকাতা অবস্থিত ভারতীয় কোস্ট গার্ডের আঞ্চলিক সদর দপ্তর থেকে বাংলাদেশ কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ করা হয়। তারপর বাংলাদেশের কোস্ট গার্ডের জাহাজ কামারুজ্জামান সেখানে যায় সন্ধ্যা ৬ঃ৪৫ মিনিট নাগাদ দুই দেশের সৌজন্য বিনিময়ের পর ২৭ জনকে হস্তান্তর করা হয়। ট্রলার ও মৎস্যজীবীদের নিয়ে বাংলাদেশের দিকে রওনা দেয় কামারুজ্জামান। সূত্রে জানা যায় সমস্ত প্রতিকূলতার মধ্যেও সমুদ্রে মূল্যবান জীবন রক্ষা করেছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। এই ধরনের উদ্ধার অভিযান প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের আন্তর্জাতিক সম্পর্ক সহযোগিতা আরও বৃদ্ধি করবে।
*আরো নিত্য নতুন আপডেট খবর দেখতে
আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন*
WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r
No comments