নির্বাচন কমিশনের 'ভুয়ো' পরিচয়ে তল্লাশির সময় ৫লক্ষ লুট!!
নির্বাচন কমিশনের লোক পরিচয় দিয়ে ভরদুপুরে দুই সমবায় কর্মীর কাছ থেকে ৫ লক্ষ টাকা হাতিয়ে উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে চণ্ডীপুর থানা এলাকায়। চণ্ডীপুরের নন্দপুর সমবায় কৃষি…
নির্বাচন কমিশনের 'ভুয়ো' পরিচয়ে তল্লাশির সময় ৫লক্ষ লুট!!
নির্বাচন কমিশনের লোক পরিচয় দিয়ে ভরদুপুরে দুই সমবায় কর্মীর কাছ থেকে ৫ লক্ষ টাকা হাতিয়ে উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে চণ্ডীপুর থানা এলাকায়। চণ্ডীপুরের নন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ম্যানেজার ও এক কর্মী তাঁদের সমবায়ের জন্য তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ থেকে ৩০ লক্ষ টাকা তোলেন। ওই টাকা নিয়ে তাঁরা দুপুর আড়াইটে নাগাদ বাইকে চেপে নন্দপুরে সমবায় অফিসে ফিরছিলেন। ওইসময় একটি বাইকে চেপে দু'জন এসে তাঁদের পথ আটকায়। তারা নিজেদের নির্বাচন কমিশনের লোক বলে পরিচয় দেয়। তারা ব্যাগ তল্লাশি করতে গেলে ব্যাঙ্ক ম্যানেজার আইকার্ড দেখতে চান। তারা পুলিস লেখা একটি স্মার্ট কার্ড দেখায়। তারপর তারা তল্লাশি করে ব্যাগ। ওইসময় তারা টাকার দুটি বান্ডিল খুলে দেখে। ওই ঘটনা চলাকালীন আরও একটি বাইক এসে 'কমিশন' নাম করা লোক দুটির সঙ্গে যোগ দেয়। এরপর ওরা সার্চ করার পর ব্যাগ ফিরিয়ে দিয়ে চলে যায়। পরে ব্যাঙ্কে ফিরে ম্যানেজার ও ক্লার্ক দেখেন, ব্যাগে ৫ লক্ষ টাকার দুটি বান্ডিল নেই। ব্যাঙ্কের ম্যানেজার কৌশিক খাঁড়া এইমর্মে চণ্ডীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। ব্যাঙ্ক ম্যানেজার ও ক্লার্কের দাবি, কমিশনের লোক বলে ভুয়ো পরিচয় দিয়ে কীভাবে তল্লাশির সময় ৫লক্ষ টাকা হাতসাফাই করেছে কেউ বুঝতে পারেনি। পুলিস ওই ঘটনার তদন্তে নেমেছে। সত্যি কেউ টাকা হাতিয়েছে না টাকা খোয়ানোর পেছনে অন্য রহস্য রয়েছে।
No comments