দেশে ৫ হাজার এমডি-এমএসের সিট বাড়ছে
চলতি শিক্ষাবর্ষেই অন্তত ৫ হাজার স্নাতকোত্তর এমডি-এমএস আসন বাড়তে চলেছে দেশে। ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি) প্রকাশিত তালিকা থেকেই এই তথ্য জানা গিয়েছে সোমবার। তাতে উল্লেখ করা হয়েছে, ১৬৭৫টি পুরোন…
দেশে ৫ হাজার এমডি-এমএসের সিট বাড়ছে
চলতি শিক্ষাবর্ষেই অন্তত ৫ হাজার স্নাতকোত্তর এমডি-এমএস আসন বাড়তে চলেছে দেশে। ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি) প্রকাশিত তালিকা থেকেই এই তথ্য জানা গিয়েছে সোমবার। তাতে উল্লেখ করা হয়েছে, ১৬৭৫টি পুরোনো আবেদনের পাশাপাশি প্রথমে আরও ২০৪টি এবং পরে আরও ১১৯টি আবেদনপত্র জমা পড়েছিল। ফলে সব মিলিয়ে এ বছর নতুন করে ৫ হাজারেরও বেশি আসন বাড়ছে দেশের ১০৩টি মেডিক্যাল কলেজে। এর মধ্যে রয়েছে বাংলার ন'টি কলেজ। ৭০হাজার ৬৪৫টি এমডি-এমএসের মতো স্নাতকোত্তর আসন রয়েছে ডাক্তারিতে। অর্থাৎ, চলতি ২০২৪-'২৫ শিক্ষাবর্ষে প্রায় ৮ শতাংশ আসন সংখ্যা বাড়তে চলেছে। গত এক দশকে এই বৃদ্ধির পরিমাণ প্রায় ১২৭ শতাংশ। ২০১৪ সালে ডাক্তারির স্নাতকোত্তর আসন ছিল মাত্র ৩১ হাজার ১৮৫টি। এনএমসি-র মেডিক্যাল অ্যাসেসমেন্ট অ্যান্ড রেটিং বোর্ড (এমএআরবি)-এর প্রেসিডেন্ট জিতুলাল রামপ্রসাদ মিনা জানিয়েছেন, স্বচ্ছতার স্বার্থেই এই তালিকা প্রকাশ করলো এনএমসি। তিনি জানান, শেষ দফায় যে ১১৯টি আবেদনপত্র জমা পড়েছিল, তার মধ্যে ১৬টি আবেদন জমা পড়েছে নতুন করে এমডি- এমএস কোর্স চালু করতে চেয়ে। বাকি ১০৩টি আবেদন জমা পড়েছে আসন বৃদ্ধির আবেদন করে। প্রথম দফায় যে ১৬৭৫টি আবেদন জমা পড়েছিল, তার মধ্যে ১০১০টি আবেদন জমা পড়েছে নতুন করে স্নাতকোত্তর আসন চালু করতে চেয়ে। ৬৬৫টি আবেদন জমা পড়েছে আসন বৃদ্ধি চেয়ে।@এই সময়
No comments