Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া নাগরিক সমাজের উদ্যোগে বর্ষবরণ ও নাগরিক সম্বর্ধনা সভা

হলদিয়া নাগরিক সমাজের উদ্যোগে বর্ষবরণ ও নাগরিক সম্বর্ধনা সভা
পহেলা বৈশাখ বাংলার বাঙ্গালীর কাছে বাংলা মাসের নতুন বৎসর নতুন বছরকে স্বাগত জানানোর জন্য হলদিয়া নাগরিক সমাজ তারা উদ্যোগে হলদিয়া সুপার মার্কেটে নাগরিক সংবর্ধনা দেওয়ার উদ…

 



হলদিয়া নাগরিক সমাজের উদ্যোগে বর্ষবরণ ও নাগরিক সম্বর্ধনা সভা


পহেলা বৈশাখ বাংলার বাঙ্গালীর কাছে বাংলা মাসের নতুন বৎসর নতুন বছরকে স্বাগত জানানোর জন্য হলদিয়া নাগরিক সমাজ তারা উদ্যোগে হলদিয়া সুপার মার্কেটে নাগরিক সংবর্ধনা দেওয়ার উদ্যোগ না নিয়েছিলেন সংগঠনের সম্পাদক সঞ্জীব মল্লিক তিনি জানালেন হলদিয়ার বিভিন্ন স্তরের গুদিজনদের নিয়ে যারা সাহিত্য সংস্কৃতি শিক্ষা কারখানার সমাজ কৃষি সমস্ত ক্ষেত্রে নিজেদের উন্নত চিন্তা ভবনা দিয়ে  সমাজটাকে সুন্দর করে রেখেছেন তাদেরকে নিয়ে পালিত হলো বাংলা নববর্ষ উদযাপনের চমকপ্রদ অনুষ্ঠান "নবচেতনার ডাক ১লা বৈশাখ " বিকাল ৪ঃ০০ টা থেকে শুরু হয় নাটক গান কবিতা বৈঠকি আড্ডার মধ্য দিয়ে পালিত হল এই বাংলার নতুন দিনটি বিশেষ আকর্ষণের মধ্যে ছিল হলদিয়া  নাগরিক সম্মান। তিনি বলেন হলদিয়াতে বিকল্প কর্মসংস্থানের বিকল্প অর্থনীতির পথ দেখাচ্ছেন হলদিয়ার মোহাম্মদ জাকির হোসেন, ১লা বৈশাখ সম্মানিত হলেন "হলদিয়া নাগরিক সমাজ" এর নাগরিক সম্মানে। প্রথম জীবনে জাকির বাবু ছিলেন গাড়িচালক পরে একটি দুটি গরু দিয়ে খামার চাষে উৎসাহিত হন। বর্তমানে তিনি হলদিয়াতে ৯০০ থেকে ১২০০লিটার দুধ, ছাগল, মুরগি, ও মাছ সরবরাহ করেন প্রত্যেকদিন, আজকে ওনার গো পালনের সংখ্যা প্রায় ৯৬ টা। উনি জানালেন পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে ওনার কৃষি ও খামার বিষয়ক ইনভেস্টমেন্ট প্রায় এক কোটির কাছাকাছি। কোন লোন না নিয়ে চার সন্তানের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে তিনি স্বনির্ভর। একটা বিকল্প অর্থনীতির দিশা দেখাচ্ছেন জাকির বাবু। কর্মসংস্থান দিয়েছে প্রায় ১২ জনকে আর কিছু দিনের মধ্যেই তিনি পরিবেশবান্ধব গো পালন ক্ষেত্র ভুমি গড়ে তুলবেন সবাইকে জানান। ১লা বৈশাখ বাংলা বাঙালির কাছে নতুন বৎসরের প্রথম দিন হলদিয়া সুপারমার্কেট হলদিয়া নাগরিক সমাজের উদ্যোগে নাগরিক সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন ডাঃ সমীর রঞ্জন খাঁড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ।

No comments