Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিলাদের স্বনির্ভর করা লক্ষ্যে টেলারিং ট্রেনিং ও মেশিন প্রদান

মহিলাদের স্বনির্ভর করা লক্ষ্যে টেলারিং ট্রেনিং ও মেশিন প্রদান হলদিয়ায় গ্ৰামীনস্তরের মহিলাদের হাতে টেলারিং মেশিন তুলে দেওয়া হল।নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ ও হলদিয়া অভ্যুদয় সংস্থার যৌথ উদ্যোগে হলদিয়া বিধানসভার…

 






  মহিলাদের স্বনির্ভর করা লক্ষ্যে টেলারিং ট্রেনিং ও মেশিন প্রদান

 হলদিয়ায় গ্ৰামীনস্তরের মহিলাদের হাতে টেলারিং মেশিন তুলে দেওয়া হল।নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ ও হলদিয়া অভ্যুদয় সংস্থার যৌথ উদ্যোগে হলদিয়া বিধানসভার সুতাহাটা ব্লক এবং মহিষাদল বিধানসভার হলদিয়া ও মহিষাদল ব্লকের মোট ২৫ জন হলদিয়া পৌরসভা ২৫ জন মহিলার হাতে টেলারিং মেশিন সহ সেলাই-এর বিভিন্ন সরঞ্জাম প্রদান করা হয়।এজন্য সামাজিক উন্নয়ন কর্মসূচি বা সিএসআর প্রকল্প থেকে ৮ লক্ষ টাকা আর্থিক সহায়তা করেছে হলদিয়ার ইন্দোরামা ইণ্ডিয়া শিল্প সংস্থা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,ইন্দোরামার আধিকারিক সৌরভ ভট্টাচার্য এবং সিএসআর প্রজেক্টের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক চন্দন কুমার পণ্ডা,অভ্যুদয়ের সম্পাদক প্রণব বেরা প্রমুখ।

 ৫০ জন মহিলাকে তিন মাসের টেলারিং ট্রেনিং দেওয়ার কাজ চলছে। ট্রেনিং প্রশিক্ষক চিত্তরঞ্জন ভৌমিক বলেন এর ফলে গ্ৰাম্য এলাকায় পোষাক সেলাই করে ওরা স্বনির্ভর হতে পারবে। অভ্যুদয়ের সম্পাদক প্রণব বেড়া হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে জানান

 হলদিয়া,মহিষাদল,সুতাহাটা, ব্লক মিলে মোট ২৫ জন মহিলা কে টেলারিং প্রশিক্ষণ দেওয়া হয়। ট্রেনিং শুরু হয়েছিল ২৫ শে নভেম্বর ২০২৩ থেকে এদের ট্রেনিং শেষ হবে ২২শে মে ২০২৪ হলদিয়া ব্লকে অবস্থিত অভ্যুত হয়ে নিজস্ব অফিস গৃহে। এছাড়াও হলদিয়া পৌরসভার কুমার চক এলাকার ২৫ জন মহিলাদের ট্রেনিং দেওয়ার কাজ শুরু হয় তাদের ট্রেনিং শুরু হয় ১২ই ডিসেম্বর থেকে ট্রেনিং শেষ হবে ২১শে মে। সকল প্রশিক্ষণ প্রাপ্ত দের হাতে টেলারিং মেশিন তুলে দেওয়া হল।

No comments