Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন জেলা পুলিসের এক ইন্সপেক্টর

বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন জেলা পুলিসের এক ইন্সপেক্টরপ্রচার চলাকালীন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন জেলা পুলিসের এক ইন্সপেক্টর। ওই পুলিস অফিসারের নাম অধেশ সি…

 


  


বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন জেলা পুলিসের এক ইন্সপেক্টর

প্রচার চলাকালীন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন জেলা পুলিসের এক ইন্সপেক্টর। ওই পুলিস অফিসারের নাম অধেশ সিং। বাড়ি তমলুক শহরের জেলখানা মোড়ে। গত ৩ এপ্রিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় শহরের জেল খানামোড় থেকে বানপুকুর পর্যন্ত র‌্যালি করেছিলেন। সেই সময় বাড়ি থেকে রাস্তায় নেমে এসে ওই পুলিস অফিসার প্রকাশ্যে বিজেপি প্রার্থীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন। বুধবার সেদিনের ঘটনার ছবি ও ভিডিও ভাইরাল হয়। তৃণমূল কংগ্রেস ওই পুলিস অফিসারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে।

ওই ইন্সপেক্টর পূর্ব মেদিনীপুর জেলা পুলিস লাইনে টেলিকমের দায়িত্বে আছেন। ঘটনার দিন তিনি বাড়িতে ছিলেন। সেইসময় বিজেপি প্রার্থী তাঁর বাড়ির সামনে দিয়ে র‌্যালি করছিলেন। বিজেপি কর্মীরা ওই ইন্সপেক্টরের নাম ধরে ডাকার পর তিনি বাইরে বেরিয়ে আসেন। তারপর বিজেপি প্রার্থীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন। তাঁকে বাড়ির ভিতর নিয়ে যান। প্রার্থী ওই পুলিস অফিসারের মাকে প্রণাম করেন। তাঁর থেকে আশীর্বাদ চান। ঘরের ভিতর সোফায় প্রার্থীর পাশে বসে ছবিও তোলেন জেলা পুলিসের ওই ইন্সপেক্টর।

৩ এপ্রিলের ওই ঘটনা বুধবার সামনে আসার পরই বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে চাপানউতোর শুরু হয়েছে। একজন পুলিস অফিসার হয়ে প্রকাশ্যে প্রার্থীর পায়ে হাত দিয়ে প্রণাম করার ঘটনায় তাঁর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে বলে শাসক দল সুর চড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা বিষয়টি জানার পর নির্বাচন কমিশনে অভিযোগ করেছি। একজন পুলিস অফিসার হয়ে অধেশবাবু এটা ঠিক কাজ করেননি। আশা করি কমিশন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেবে।

বিজেপির তমলুক নগর মণ্ডল সভাপতি সুকান্ত চৌধুরী বলেন, আমাদের প্রার্থী অধেশবাবুর বাড়িতে গিয়ে তাঁর বৃদ্ধা মায়ের কাছ থেকে আশীর্বাদ নেন। তাঁদের বাথরুমেও গিয়েছিলেন। সেইসময় অধেশবাবু সাধারণ পোশাকে ছিলেন। তিনি সাধারণ পোশাকে প্রণাম করে থাকলে অপরাধ কোথায়? আমরা দেখেছি, মঞ্চের উপর ইউনিফর্মে থাকাকালীন পুলিস অফিসার ও কর্মীরা তৃণমূল নেতাদের পায়ে হাত দিয়ে প্রণাম ঠুকছেন। ওই পুলিস অফিসার কোনও অন্যায় করেননি। তৃণমূল ভোটের বাজার গরম করতে এটাকে ইস্যু করতে চাইছে।

ওই পুলিস ইন্সপেক্টর বলেন, জেলাখানা মোড় থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বানপুকুর পর্যন্ত হেঁটে যাচ্ছিলেন। তখন দুপুর প্রায় ২টো বাজছে। কয়েকজন আমার নাম ধরে ডাকতেই আমি বাইরে বেরিয়ে আসি। তাঁরা জানান, প্রার্থী একটু বাথরুমে যাবেন। এরপর তিনি আমার বাড়িতে আসেন। আমার মাকে প্রণাম করেন। সেসময় আমিও তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেছি। ব্যাস ওইটুকুই। 


*আরো নিত্য নতুন আপডেট খবর দেখতে

আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন*

WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r

No comments