দিঘায় ইরাবতী ডলফিন
নিউ দিঘায় ভেসে এল মৃত ইরাবতী ডলফিন। ইরাবতী ডলফিন (Orcaella brevirostris) মহাসাগরীয় ডলফিনের একটি ইউরিহ্যালাইন (অর্থাৎ বিভিন্ন লবণতা সহ্যকারী) প্রজাতি। যদিও এটি ইরাবতী নদীর ডলফিন নামে পরিচিত, তবে এটি নদীর ডলফিন ন…
দিঘায় ইরাবতী ডলফিন
নিউ দিঘায় ভেসে এল মৃত ইরাবতী ডলফিন। ইরাবতী ডলফিন (Orcaella brevirostris) মহাসাগরীয় ডলফিনের একটি ইউরিহ্যালাইন (অর্থাৎ বিভিন্ন লবণতা সহ্যকারী) প্রজাতি। যদিও এটি ইরাবতী নদীর ডলফিন নামে পরিচিত, তবে এটি নদীর ডলফিন নয়, ইরাবতী ডলফিন মহাসাগরের ডলফিন। সমুদ্র উপকূলের কাছাঁকাছি, নদীর সাথে সংযোগস্থলে স্বাদু ও নোনা পানির মিশ্রণ আছে এমন এলাকায় এরা বসবাস করে। দক্ষিণ-পূর্ব এশিয়া ও বঙ্গোপ
সাগরের সমুদ্র উপকূলের কাছে ও নদী মোহনাতে এবং নদীতে এদের বিচ্ছিন্নভাবে দেখা যায়। ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।পূর্ব উপকূলের ভিশাখাপত্তম এর পোতাশ্রয়ে ১৮৫২ সালে প্রাপ্ত নমুনার ভিত্তিতে ১৮৬৬ স্যার রিচার্ড ওয়েন প্রথম ইরাবতী ডলফিনের বর্ণনা দেন। এই ডলফিনের দেহের রং মোটামুটি ধূসর থেকে স্লেট নীল, মাথা উঁচু, গোলাকার, চঞ্চু অণুপস্থিত। দেহের সম্মুখভাগ ভোঁতা প্রকৃতির।
*আরো নিত্য নতুন আপডেট খবর দেখতে
আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন*
WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r
No comments