অধিকারীদের খাস তালুকে জোর কদমে ভোট প্রচার করল রাজ্যের শাসকদলঅধিকারীদের খাস তালুকে জোর কদমে ভোট প্রচার করল রাজ্যের শাসকদল। কিন্তু বিজেপিকে একইঞ্চিও জমি ছাড়তে নারাজ ঘাসফুল শিবির। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলার…
অধিকারীদের খাস তালুকে জোর কদমে ভোট প্রচার করল রাজ্যের শাসকদল
অধিকারীদের খাস তালুকে জোর কদমে ভোট প্রচার করল রাজ্যের শাসকদল। কিন্তু বিজেপিকে একইঞ্চিও জমি ছাড়তে নারাজ ঘাসফুল শিবির। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের আড়গোয়াল, মথুরা, সাউথখন্ড, পঁচেট ও খাড় অঞ্চলে শীতলা মাতার মন্দিরে পূজার্চনা করে ভোট প্রচার ময়দানে নেমে পড়েন পটাশপুরের বিধায়ক ও জেলা পরিষদের সভাধিপতি তথা কাঁথি লোকসভার তৃণমূল প্রার্থী উত্তম বারিক। এদিন কাঁথির তৃণমূল প্রার্থী খোদ উত্তম বারিক স্বয়ং নিজেই বাইক চালিয়ে ও তাঁর বাইক বাহিনী সঙ্গে নিয়েই গোটা পটাশপুর বিধানসভা এলাকায় দাপিয়ে বেড়ালেন। সেইসঙ্গে তিনি জনসংযোগের পাশাপাশি সাধারণ মানুষের আশীর্বাদও নেন। এরপরে মথুরা ও সাউথখন্ড গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন কর্মীসভায় তিনি যোগ দেন। সেখানে উত্তম বারিক দলীয় নেতা, কর্মী ও সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সেইসঙ্গে এদিন এলাকার মানুষের কাছে তৃণমূলের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তবে জয়ের ব্যাপারে ১০০% আশাবাদী বলে দাবি তৃণমূল প্রার্থী উত্তম বারিকের। কিন্তু কাঁথি লোকসভা কেন্দ্রে শেষ হাসি হাসবে কে উত্তম বারিক না কি সৌমেন্দু অধিকারী! তারজন্য আগামী ৪ জুন অপেক্ষা করতে হবে।
No comments