ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/6fFdSz5vk_M
কারখানার শ্রমিকদের নিয়ে জাতীয় নিরাপত্তা দিবস উদযাপন
কারখানায় আগুন লাগলে আপৎকালীন কিভাবে উদ্ধার করা হবে সেই নিয়ে মকডিল হল লালবাবা প্রাইভেট লিমিটেড।
সেফটি ইংরেজি শব্দ যার অর্থ ন…
কারখানার শ্রমিকদের নিয়ে জাতীয় নিরাপত্তা দিবস উদযাপন
কারখানায় আগুন লাগলে আপৎকালীন কিভাবে উদ্ধার করা হবে সেই নিয়ে মকডিল হল লালবাবা প্রাইভেট লিমিটেড।
সেফটি ইংরেজি শব্দ যার অর্থ নিরাপত্তা বা বিধিসমূহ সেফটি কাকে বলে?
যেকোন কাজ করার পূর্বে সেই কাজের দুর্ঘটনা হাত থেকে মুক্তি পাওয়া জন্য যে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে সেফটি বলে। সেফটি তিন প্রকার পার্সোনাল সেফটি ওয়ার্কশপ সেফটি স্পেশাল সেফটি।দেশের নিরাপত্তা বাহিনী অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে দিনরাত কাজ করে, যাতে নাগরিকরা সব ধরনের হুমকি থেকে সুরক্ষিত থাকে এবং শান্তিতে ঘুমাতে পারে। তাই দেশ রক্ষায় তাদের ব্যাপক প্রচেষ্টার স্বীকৃতি দিতে প্রতি বছর ৪ঠা মার্চ জাতীয় নিরাপত্তা দিবস হিসেবে পালিত হয়।
রাষ্ট্রীয় সুরক্ষা দিবস হিসাবেও উল্লেখ করা হয়, দিনটি সেনাবাহিনী, পুলিশ, কমান্ডো এবং অন্যান্য কর্মীদের জন্য উৎসর্গ করা হয় যারা জাতিকে রক্ষা করার জন্য দায়িত্ব গ্রহণ করেছে। এ বছর ৫৩ তম বর্ষ পালিত হয়েছে জাতীয় নিরাপত্তা দিবস।
৪ ঠা মার্চ জাতীয় নিরাপত্তা দিবস বা জাতীয় সুরক্ষা দিবস হিসাবে উদযাপন করা উচিত এই ধারণাটি ১৯৭২ সালে প্রথম চালু হয়েছিল এবং এটি প্রতি বছর আয়োজন করা হয়, এনএসসি বা ন্যাশনাল সেফটি কাউন্সিল প্রতি বছর এটি পরিচালনার দায়িত্ব নেয়। জাতীয় নিরাপত্তা পরিষদ জাতীয় স্তরে একটি টেকসই নিরাপত্তা, স্বাস্থ্য, এবং পরিবেশ আন্দোলন গড়ে তোলার জন্য শ্রম মন্ত্রক কর্তৃক ৪ ঠা মার্চ ১৯৬৬-এ প্রতিষ্ঠিত হয়েছিল।
এই ধরনের একটি মহৎ উদ্দেশ্যের দিকে কাজ করে এনএসসির জনগণকে ভারতের জাতীয় নিরাপত্তা দিবস হিসেবে এর প্রতিষ্ঠা দিবস উদযাপন করার আহ্বান জানিয়েছে। এই একদিনের প্রচেষ্টা শীঘ্রই এক সপ্তাহব্যাপী উদযাপনে দীর্ঘায়িত হয় এবং এর নামকরণ করা হয় জাতীয় নিরাপত্তা সপ্তাহ।
৫৩ তম জাতীয় নিরাপত্তা দিবস/সপ্তাহ উদ্যাপন-লালবাবা সিমলেস টিউব প্রাইভেট লিমিটেডের উদ্যোগে আজ ৪ মার্চ থেকে শুরু হলো সপ্তাহব্যাপী নিরাপত্তা দিবস উদযাপন। লালবাবা সিমলেস টিভি অন্তর্গত সমস্ত শ্রমিকদের জন্য সারা সপ্তাহব্যাপী চলল বিভিন্ন কর্মসূচি জানালেন প্ল্যান হেড অভিজিৎ পালিয়া, সাংবাদিকদের মুখোমুখি হলেন লালবাবা সিমলেস টিউব প্রাইভেট লিমিটেড ডেপুটি ম্যানেজার নীলাদ্রি ভট্টাচার্য্য। শ্রমিক প্রতিনিধি এসাক আলী প্রমূখ।
০৪ই মার্চ, ২০২৪ সোমাবার :সকাল থেকে কর্মচারী ও শ্রমিকদের মধ্যে সুরক্ষা ব্যাজ (সেফটি কুপন) বণ্টন করবেন কমিটির সদস্যরা, তারপর গেটের সামনে দুপুর ১টা ৫০ মিনিটে নিরাপত্তা সুরক্ষা উত্তোলন ও সুরক্ষা শপথ করা হইবে, এরপর আগুন নেভানোর প্রশিক্ষন দেওয়া হবে।
০৫ই মার্চ, ২০২৪ মঙ্গলবার :-দুপুর ১ টা ৪৫ মিনিটে উড়ান এবং মূল প্ল্যান্টের মধ্যে নার্ভ সম্বন্ধিত চিকিৎসার আলোচনা সভা অনুষ্ঠিত হইবে ইহা পরিচালনা করবেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডঃ সুবির ভট্টাচার্য (MMBS, MD. P.G. হাসপাতাল, কলকাতা)।২টা ৩০ মিনিটে একই জায়গায় যোগ ব্যায়াম অভ্যাস, শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক পরিচালনা করবেন Mr. রনজয় দাস (M.Sc. যোগাতে স্বর্নপদক প্রাপ্ত) এবং পূর্ব মেদিনীপুর জেলার (Unversal Yoga Sports Federation WBChapter) সভপতি। ০৬ই মার্চ, ২০২৪ বুধবার কর্মচারীদের এবং শ্রমীকদের স্বাস্থ্য পরীক্ষা হইবে যেমন ব্লাডসুগার, রক্তচাপ, ইসিজি, Height, Wait এবং অনান্য। স্বাস্থ্য পরীক্ষার জন্য আমাদের সাথে যুক্ত হবে হেলথ কেয়ার কোলাঘাট সংস্থা, শুরু হবে সকাল ১০ টায় (Main Admin Building 2nd Floor)০৭ই মার্চ, ২০২৪ বৃহস্পতিবার:-সকাল ১১ টায় কর্মচারী এবং শ্রমীকদের চক্ষু পরীক্ষা শিবির হইবে Main Admin Building 2nd Floor কনফারেন্স হলে, পরিচালনা করবেন বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন নিরাময় কেন্দ্র।এর সাথে কর্মচারী ও শ্রমীকবৃন্দদের জন্য রক্তদান শিবির অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, এই আনুষ্ঠানটিকে সফল করার জন্য আসছেন পূর্ব মেদিনীপুর জেলার ভলেনটারী ব্লাড ডোনার অ্যাশোসিয়েশান।স্থান: গুরুকুল (Main Admin Building 2nd Floor)০৮ই মার্চ, ২০২৪ শুক্রবার:-আর্ন্তজাতিক নারী দিবসের প্রাক্যালে আমরা আমাদের মহিলা কর্মচারী এবং কর্মচারীদের পরিবার নিয়ে আর্ন্তজাতিক নারী দিবস পালন করা হবে বিকাল ৩ টায় গুরুকুল এ (Main) Admin Building 2nd Floor)।
নারীদের মধ্যে সচেতনতা মূলক শিক্ষার প্রদানের জন্য আমরা একটি আত্মরক্ষার কৌশলের বিভিন্ন ধরনের সভা রেখেছি।০৯ই মার্চ, ২০২৪ শনিবার:-দুপুর ১টা ১৫ মিনিটে প্ল্যান্টের প্রধান প্রবেশ (উড়ান এবং মূল প্ল্যান্টের মধ্যে) জায়গায় কুইজ প্রতিযোগিতা, পুরষ্কার বিতরনী সভা, সেই সঙ্গে বক্তব্য থাকবে এনএসডি (National Safety Day) বিষয়ে এবং সমাপ্ত অনুষ্ঠান থাকবে জাতীয়সুরক্ষা সপ্তাহের।স্থান: প্ল্যান্টের প্রধান প্রবেশ (উড়ান এবং মূল প্ল্যান্টের মধ্যে)।
এছাড়াও থাকছে বিভিন্ন প্রতিযোগিতা ৪ঠা মার্চ থেকে ৮ ই মার্চের মধ্যে আপনার সুরক্ষা স্লোগান, সুরক্ষা পোষ্টার, সুরক্ষা সুজাহো প্ল্যান্ট দিতে পারেন (১৮ ইন্টি/১২ ইন্চির মধ্যে)। লালবাবা সিমলেস টিউব প্রাইভেট লিমিটেড ইঞ্জিনিয়ারিং গ্রুপ ধান্যঘাটা দেভোগ হলদিয়া।
No comments