পূর্ব মেদিনীপুরে এল সাত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, রুটমার্চ
লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই পূর্ব মেদিনীপুর জেলায় সাত কোম্পানি বাহিনী এসে পৌঁছল। মঙ্গলবার পাঁচ কোম্পানি বাহিনী আসে। বুধবার সন্ধ্যায় আরও দু'কোম্পানি কেন্দ্রীয় …
পূর্ব মেদিনীপুরে এল সাত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, রুটমার্চ
লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই পূর্ব মেদিনীপুর জেলায় সাত কোম্পানি বাহিনী এসে পৌঁছল। মঙ্গলবার পাঁচ কোম্পানি বাহিনী আসে। বুধবার সন্ধ্যায় আরও দু'কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছয়। আজ, বৃহস্পতিবার থেকে কেন্দ্রীয় বাহিনী জেলার চার মহকুমা এলাকাতেই রুটমার্চ করবে। আপাতত উত্তেজনাপ্রবণ এলাকায় বাহিনী নিয়ে গিয়ে সাধারণ ভোটারদের মধ্যে আস্থা ফেরানোর কাজ চলবে। জেলায় সেন্ট্রাল ফোর্স হিসেবে আইটিবিটি ইন্দো টিবেটান বর্ডার পুলিস) জওয়ানদের পাঠানো হয়েছে। পুলিস সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, মোট সাত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। বৃহস্পতিবার থেকেই রুটমার্চ শুরু হবে।
লোকসভা ভোটের আগে পূর্ব মেদিনীপুর জেলায় প্রস্তুতি জোরকদমে চলছে। গোটা জেলায় ২১টি নাকা পয়েন্ট করবে পুলিস। তারমধ্যে ওড়িশা সীমানা ছাড়াও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া সীমানায় ওই নাকা পয়েন্ট করা হবে। জলপথেও নাকা পয়েন্ট থাকবে। এই মুহূর্তে তিন জায়গায় নাকা চেকিং চলছে। ভোট এগিয়ে আসার মুহূর্তে ২১টি জায়গায় নাকা পয়েন্ট করে তল্লাশি চলছে। কমিশনের নির্দেশ অনুযায়ী ভোটে আয় ব্যয়- এবং নগদ অর্থ, মাদক ও মদ নিয়ে যাতায়াত করার সময়ে নজরদারি চালানো হবে। এজন্য ৪৮টি ফ্লাইং স্কোয়াড টিম (এফএসটি) এবং ৪৮টি স্ট্যাটিক সার্ভিল্যান্স টিম (এসএসটি) গড়া হবে। বুধবার মিটিং হলে ওই দুই টিম নিয়ে উচ্চ পর্যায়ের মিটিং হয়। সেখানে জেলাশাসক তানবীর আফজল এবং সকল অতিরিক্ত জেলাশাসক উপস্থিত ছিলেন। কীভাবে এফএসটি এবংএসএসটি কাজ করবে তারই প্রশিক্ষণ দেওয়া হয়। কেন্দ্রীয় বাহিনীকে প্রথমে চার মহকুমার বাছাই করা উত্তেজনাপ্রবণ এলাকায় নিয়ে গিয়ে রুটমার্চ করানো হবে। প্রতিটি টিমের সঙ্গে পুলিসের নোডাল অফিসার থাকবেন। প্রতিদিন বাহিনী কতক্ষণ এবং কোথায় রুটমার্চ করছে তানিয়ে কমিশনের ওয়েবসাইটে রিপোর্ট আপলোড করতে হবে। ঠিক হয়েছে খেজুরি, ভূপতিনগর, কাঁথি, নন্দীগ্রাম, ময়না থানা এলাকার উত্তেজনাপ্রবণ এলাকায় বাহিনী রুটমার্চ করবে। ওইসব এলাকায় ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে।
No comments