Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মুসলিম সম্প্রদায়ের প্রথম রোজা

আজ মঙ্গলবার ১২ ই মার্চ থেকে শুরু হচ্ছে মুসলিম সম্প্রদায়ের প্রথম রোজাসোমবার সন্ধ্যায় আকাশে দেখা গিয়েছে রমজান মাসের চাঁদ। আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মুসলিম সম্প্রদায়ের প্রথম রোজা। রমজানের চাঁদ দেখা দিতেই মুসলিম সম্প্রদায়ের মানুষ খ…

 



আজ মঙ্গলবার ১২ ই মার্চ থেকে শুরু হচ্ছে মুসলিম সম্প্রদায়ের প্রথম রোজা

সোমবার সন্ধ্যায় আকাশে দেখা গিয়েছে রমজান মাসের চাঁদ। আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মুসলিম সম্প্রদায়ের প্রথম রোজা। রমজানের চাঁদ দেখা দিতেই মুসলিম সম্প্রদায়ের মানুষ খুশি ও উচ্ছ্বাস প্রকাশ করেন। একে-অপরকে রমজানের শুভেচ্ছা বিনিময় করেন। এদিকে, রোজার মাসে  হলদিয়াতে ফলের দাম ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত কয়েকদিনে অধিকাংশ ফলই কেজিতে দুই থেকে পাঁচ টাকা বাড়ার কথা স্বীকার করেছে ফল ব্যবসায়ী সমিতি। যদিও সাধারণ মানুষের দাবি, রমজান মাসে কালোবাজারি রুখতে ফলের আড়তে আগেভাগেই হানা দিক প্রশাসন।এদিকে প্রথম রোজার দিন ফলের দাম আরও বৃদ্ধির আশঙ্কা করছেন সাধারণ মানুষ। এদিকে, রোজার ইফতারে ফলমূল আবশ্যিক। ফলে এই সময় ফলের চাহিদাও বাড়ে। এই সুযোগে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অস্বাভাবিক হারে ফলের কালোবাজারি করে। যদিও এদিন ব্রজলালচক ফলবাজারে ভালো আপেল কেজি প্রতি দাম ১৫৫ টাকা দামে বিক্রি হয়েছে। সেটা দিনকয়েক আগে ১৩০ টাকা ছিল। বেদানা ১৩০ থেকে বেড়ে ১৫০ টাকা কেজি হয়েছে। যদিও বড় সাইজের মোসাম্বি লেবু এক ১০ থেকে বেড়ে ২০ টাকা পিস হয়েছে। পাতিলেবু দশ টাকায় তিন পিস মিলছে। শসা ৩০ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।এক ব্যবসায়ী এখনও তেমন দাম বাড়েনি। আগামী দিনে কী হবে বলা যাচ্ছে না। হলদিয়ার বাসিন্দা  শেখ  নূর হোসেন বলেন, ফলের বাজার ও আড়তগুলিতে নিয়মিত হানা দেওয়া হোক। ফড়েদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হোক। 

No comments