ইন্ডিয়ান অয়েল পেট্রোনাস কোম্পানীর স্থায়ী শ্রমিকদের বিক্ষোভ পূর্ব মেদিনীপুর জেলার শিল্প তালুক হলদিয়া পৌরসভা ১৪ নম্বর ওয়ার্ড ভবানীপুর থানার অন্তর্গত ইন্ডিয়ান অয়েল পেট্রোনাস কোম্পানীর স্থায়ী শ্রমিকদের কোম্পানির গেটে সকাল থে…
ইন্ডিয়ান অয়েল পেট্রোনাস কোম্পানীর স্থায়ী শ্রমিকদের বিক্ষোভ
পূর্ব মেদিনীপুর জেলার শিল্প তালুক হলদিয়া পৌরসভা ১৪ নম্বর ওয়ার্ড ভবানীপুর থানার অন্তর্গত ইন্ডিয়ান অয়েল পেট্রোনাস কোম্পানীর স্থায়ী শ্রমিকদের কোম্পানির গেটে সকাল থেকে শুরু হয়েছে বিক্ষোভ। সূত্রে জানা যায়-শ্রমিকদের বেতন বৃদ্ধি দাবিতে ও দীর্ঘদিন চার্টার না হওয়ার কারণে দাবিতে বিক্ষোভ, ঘটনাস্থলে ভবানীপুর থানার বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়েছেন। কটাক্ষ করেছেন বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন সিওডি করার নামে শ্রমিকদের শোষণ করছে সরকার। দীর্ঘদিন তাদের সিওডি হয়নি প্রকৃত উদাহরণ শিল্পশহর হলদিয়ায় বিভিন্ন কারখানার গেটে এখন শ্রমিক বিক্ষোভ চলছে। যে সকল শ্রমিক কাজ করতেন তাদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে নতুন শ্রমিক নিয়োগ করছেন আর সেজন্যই হলদিয়া টাটা স্টিল কারখানার গেটের সামনে প্রায় ২২ দিন ধরে ২১ জন শ্রমিক তারা ধর্ণায় বসে রয়েছেন ।পুলিশ প্রশাসন নজর নেই। আসন্ন লোকসভা নির্বাচন আর তার আগেই শ্রমিক বিক্ষোভ, সামনে নির্বাচনের ব্যালট বাক্সেই তার উপযুক্ত প্রমাণ দেবে শিল্প তালুকের শ্রমিক মহল বর্তমান রাজ্য সরকার যতই পাইয়ে দেওয়ার রাজনীতি করুন না কেন শিল্প এলাকার মানুষ তাদের প্রিয় প্রতীক বেছে নেবে।
No comments