Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রানি ধন্যা কুমারী কলেজে আন্তর্জাতিক আলোচনা চক্র

রানি ধন্যা কুমারী কলেজে আন্তর্জাতিক আলোচনা চক্র

২১শে মার্চ ২০২৪, জিয়াগঞ্জ রানী ধন্যা কুমারী কলেজে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক স্তরের আলোচনাচক্র। বিষয়: ' ঔপনিবেশিক যুগে বাঙালির বিজ্ঞান সাধনা'। জিয়াগঞ্জ রানী ধন্যা কুমারী কলেজ…

 
রানি ধন্যা কুমারী কলেজে আন্তর্জাতিক আলোচনা চক্র২১শে মার্চ ২০২৪, জিয়াগঞ্জ রানী ধন্যা কুমারী কলেজে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক স্তরের আলোচনাচক্র। বিষয়: ' ঔপনিবেশিক যুগে বাঙালির বিজ্ঞান সাধনা'। জিয়াগঞ্জ রানী ধন্যা কুমারী কলেজের ইতিহাস বিভাগ ও ধুলিয়ান নূর মহাম্মদ স্মৃতি মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের যৌথ উদ্যোগে এবং দুই কলেজের আই. কিউ. এ. সি-র  সহযোগিতায় এই আন্তর্জাতিক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়। অনলাইন ও অফলাইন দুটি মাধ্যমেই এই আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। এই আলোচনা চক্রে আলোচক হিসেবে অনলাইনে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর বিধান চন্দ্র দাস, উপাচার্য, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, রাজশাহী, বাংলাদেশ। প্রফেসর ডক্টর এ. টি. এম. শামসুজ্জোহা, প্রফেসার, ডিপার্টমেন্ট অফ ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার, ইউনিভার্সিটি অফ ঢাকা, বাংলাদেশ। অফলাইনে অর্থাৎ সশরীরে আলোচনায় অংশ নিয়েছেন প্রফেসর ডক্টর অরবিন্দ সামন্ত, ফর্মার প্রফেসর, ইতিহাস বিভাগ, বর্ধমান বিশ্ববিদ্যালয়। ডক্টর শঙ্কর কুমার নাথ, কনসালটেন্ট অঙ্কলজিস্ট এন্ড মেডিক্যাল সেক্রেটারি, এশিয়াটিক সোসাইটি, কোলকাতা। ডক্টর সব্যসাচী চট্টোপাধ্যায়, অ্যাসোসিয়েট প্রফেসর, ইতিহাস বিভাগ, কল্যাণী বিশ্ববিদ্যালয়। ডক্টর শুভায়ু চট্টোপাধ্যায়, অ্যাসিস্টেন্ট প্রফেসার, ইতিহাস বিভাগ, বিশ্বভারতী, শান্তিনিকেতন। এছাড়া উপস্থিত ছিলেন রানি ধন্যা কুমারী কলেজের অধ্যক্ষ ডক্টর অজয় অধিকারী, নূর মোহাম্মদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর রাজেশ দাস, রানী ধন্যা কুমারী কলেজের কলেজ পরিচালনা সমিতির সভাপতি মাননীয় অরুন কুমার সাহা। বক্তাদের বিস্তারিত আলোচনার পর শুরু হয় পেপার প্রেজেন্টেশন। অফলাইন ও অনলাইন মিলিয়ে ৮০ জন প্রতিনিধি তাদের পেপার পড়েন। শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে আন্তর্জাতিক  আলোচনাচক্র সার্বিকভাবে সাফল্য লাভ করে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক গিরিধারী সাহা ও অধ্যাপিকা অনিন্দিতা সাহা।

No comments