৬ মার্চ বুধবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটের উদ্বোধন
দীর্ঘ প্রতীক্ষার অবসান। আগামী বুধবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটের উদ্বোধন। ওই দিন সকাল সাড়ে ১০টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্…
৬ মার্চ বুধবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটের উদ্বোধন
দীর্ঘ প্রতীক্ষার অবসান। আগামী বুধবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটের উদ্বোধন। ওই দিন সকাল সাড়ে ১০টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসপ্ল্যানেড স্টেশন থেকে এই প্রকল্পের উদ্বোধন করবেন। নদীর তলা দিয়ে দেশের প্রথম মেট্রো পথ তৈরি হয়েছে এই করিডরে। তার উদ্বোধনে এসে গঙ্গার ২৮ মিটার নীচ দিয়ে ঐতিহাসিক মেট্রো সফরের সাক্ষী থাকতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী স্বয়ং। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে স্রেফ পতাকা নেড়েই খান্ত থাকবেন তিনি। সূত্রের দাবি, প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) কর্তারা রবিবার এসপ্ল্যানেড স্টেশন পরিদর্শনে যান। সেখানে হাজির ছিলেন লালবাজার, পূর্ত, কলকাতা পুরসভা, দমকল সহ একাধিক রাজ্য সরকারি দপ্তরের আধিকারিক। নিরাপত্তার কথা মাথায় রেখে স্থানীয় প্রশাসনের তরফে বুধবার প্রধানমন্ত্রীকে মেট্রো সফর না করার পরামর্শ দেওয়া হয় সেখানে। জানা গিয়েছে, তা মেনেই প্রধানমন্ত্রী এসপ্ল্যানেড স্টেশনে নেমে পতাকা নেড়ে মেট্রো উদ্বোধন সারবেন। তাতে সওয়ার হবেন না। সেখান থেকেই কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায় (রুবির মোড়) এবং তারাতলা-মাঝেরহাট মেট্রোর উদ্বোধন করার কথা রয়েছে মোদির।
এ প্রসঙ্গে নবান্নের এক প্রভাবশালী আমলা বলেন, ‘প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে আমরা কোনও ঝুঁকি নিতে পারি না। তাই গঙ্গার এত নীচ দিয়ে টানেলের মধ্যে দেশের প্রশাসনিক প্রধানকে মেট্রো যাত্রা না করার আর্জি জানানো হয়েছে। আশা করি, তা মেনেই চূড়ান্ত সূচি তৈরি করবে প্রধানমন্ত্রীর দপ্তর (পিএমও)।’ রেল সূত্রের খবর, এসপ্ল্যানেড মেট্রো স্টেশন ভূপৃষ্ঠ থেকে ২৮.৭৯ মিটার নীচে অবস্থিত। এই স্টেশনের আয়তন প্রায় ৩৬ হাজার ১৫৪ বর্গমিটার। রাস্তা থেকে লিফ্ট কিংবা এসক্যালেটর চড়ে চারটি প্ল্যাটফর্ম বিশিষ্ট এসপ্ল্যানেড স্টেশনে মেট্রোয় ওঠার জায়গায় পৌঁছতেই প্রধানমন্ত্রীকে প্রায় ২০০ মিটার হাঁটতে হবে। তারপর মেট্রো চড়ে হাওড়া ময়দানে পৌঁছে তাঁকে সময়ে ফিরিয়ে আনা যথেষ্ট কঠিন। কারণ, মেট্রোর উদ্বোধন সেরেই তিনি রেসকোর্স থেকে বায়ুসেনার হেলিকপ্টারে আরও একটি কর্মসূচিতে অংশ নিতে যাবেন বারাসতে। সূত্রের দাবি, মঙ্গলবার রাতে পড়শি রাজ্য থেকে সরকারি অনুষ্ঠান ও নির্বাচনী প্রচার সেরে সন্ধ্যায় কলকাতায় নামার কথা রয়েছে মোদির। রাজভবনে রাত্রিবাস করবেন তিনি। সেখানে ফের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। পরদিন সকালে কলকাতা ও দুপুরে বারাসতে কর্মসূচি সেরে দিল্লি উড়ে যাবেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, ২০০৯ সালে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ শুরু হয়। ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি সূচনা হয় সেক্টর ফাইভ-সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত মেট্রো পরিষেবার। তৃতীয় পর্যায়ে ১৪ জুলাই ২০২২ সালে রুট সম্প্রসারিত হয়ে বর্তমানে শিয়ালদহ পর্যন্ত ছুটছে মেট্রো। মাঝে বউবাজার বিপর্যয়ের ফলে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড মেট্রো পথ অনিশ্চয়তায় পড়ে। বুধবার এই রুটেরই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পরিষেবার উদ্বোধনে আসছেন মোদি।
No comments