Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুক লোকসভায় সিপিআই(এম) প্রার্থী আইনজীবী সায়ন ব্যানার্জি

তমলুক লোকসভায় সিপিআই(এম) প্রার্থী আইনজীবী সায়ন ব্যানার্জিশাসকের তৃণমূল কংগ্রেস ৪২ টি আসনের মধ্যেই বেহালিশটি আসনে নামের তালিকা প্রকাশ করেছিলেন দিকের মঞ্চ থেকে ভারতীয় জনতা পার্টি বিজেপির পক্ষ থেকে ২০টি আসনে প্রার্থী প্রকাশ করেছে…

 




তমলুক লোকসভায় সিপিআই(এম) প্রার্থী আইনজীবী সায়ন ব্যানার্জি

শাসকের তৃণমূল কংগ্রেস ৪২ টি আসনের মধ্যেই বেহালিশটি আসনে নামের তালিকা প্রকাশ করেছিলেন দিকের মঞ্চ থেকে ভারতীয় জনতা পার্টি বিজেপির পক্ষ থেকে ২০টি আসনে প্রার্থী প্রকাশ করেছে। কংগ্রেস এবং সিপিআইএম এ জোট (ইন্ডিয়া জোট) হয়েছিল সেই জোটে প্রার্থী তালিকা প্রথম পর্যায়ে ১৬ জনের প্রার্থী তালিকা সিপিআইএমের পক্ষ থেকে প্রকাশিত হলো। রাজ্যের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা এখন জমজমাট। রাজনৈতিক মহলের খবর, সিপিআইএমের প্রার্থী সায়ন ব্যানার্জি ভারতীয় জনতা পার্টি বিজেপির প্রার্থী তালিকা নাম প্রকাশ না হলেও দেওয়াল লিখন এবং তমলুক লোকসভা এলাকায় ঘুরে গেছেন বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং তৃণমূল কংগ্রেস শাসক দলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। রাজ্যে ৪২ টি আসনের মধ্যে তমলুক লোকসভা আসন এখন খুবই গুরুত্বপূর্ণ আসন। একদিকে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী এলাকা বলেই পরিচিত। এক সময় শুভেন্দু অধিকারী তিনি  তমলুক লোকসভা থেকে নির্বাচিত হয়েছিলেন। আবার পরবর্তীকালে তমলুক লোকসভা কেন্দ্রে নন্দীগ্রামে বর্তমানে বিধায়ক রাজ্যের বিরোধী দলনেতা। কে জিতবে এই লড়াইয়ে? এখন সাধারণ মানুষের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে। তমলুক লোকসভা কেন্দ্রে সিপিআইএম এবং কংগ্রেসের জোট হওয়ার কথা ছিল জোট প্রার্থী হিসেবে লোকমুখে বেরিয়ে এসেছিল সিপিআইএমের প্রাক্তন সাংসদ বর্তমান জাতীয় কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি লক্ষ্মণ শেঠের নাম। কিন্তু সকলেই জানতো সিপিআইএম থেকে বহিষ্কৃত কেউ হলে তাকে কখনোই সমর্থন করবে না।  সে কারণেই গত সপ্তাহে লক্ষ্মণ শেঠের দ্বিতীয় স্ত্রী মামসী দে শেঠ জাতীয় কংগ্রেসে যোগদান করেছিলেন। সকলে ভেবেই নিয়েছিল সিপিআই এবং কংগ্রেসের জোট প্রার্থী মানসীদে শেঠ হতে পারে। কিন্তু সব আশাতেই জল ঢেলে দিয়ে সিপিআইএমের প্রার্থী ঘোষণা করল তমলুক লোকসভা কেন্দ্রের সিপিআইএম জোট প্রার্থী হলেন সায়ন ব্যানার্জি।

বামফ্রন্টের প্রথম দফার প্রার্থী তালিকা

কলকাতা দক্ষিন-সায়রা শাহ হালিম, যাদবপুর -সৃজন ভট্টাচার্য ,কোচবিহার- নীতিশ চন্দ্র রায়।( কোচবিহার) জলপাইগুড়ি -দেবনাথ  বর্মন, বালুরঘাট-জয়দেব সিদ্ধান্ত( আরএসপি) কৃষ্ণ নগর- এস এম সাদি, দমদম- সুজন চক্রবর্তী , হাওড়া- সব্যসাচী চ্যাটার্জী, শ্রীরামপুর-দীপ্সিতা ধর

হুগলি - মনোদীপ ঘোষ, তমলুক- সায়ন ব্যানার্জী , মেদিনীপুর -বিপ্লব ভট্ট(সিপিআই), বাঁকুড়া- নীলাঞ্জন দাসগুপ্ত , বিষ্ণুপুর- শীতল কৈবর্ত,বর্ধমান পূর্ব -নীরজ খান , আসানসোল- জাহানারা খান

No comments