Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং!! মহিষাদল রাজবাড়ির গোপালজিউ মন্দির চুরি ?

মহিষাদলের প্রাচীন গোপালজিউ মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য, সোনা,রুপা,নগদ সহ লক্ষাধিক টাকা চুরি,তদন্তে পুলিশ মহিষাদল রাজবাড়ির কুলদেবতা গোপালজিউ। সেই মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার ১৩ ই মার্চ ভোর নাগাদ চুরির ঘটনা নজরে আ…

 




মহিষাদলের প্রাচীন গোপালজিউ মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য, সোনা,রুপা,নগদ সহ লক্ষাধিক টাকা চুরি,তদন্তে পুলিশ

 মহিষাদল রাজবাড়ির কুলদেবতা গোপালজিউ। সেই মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার ১৩ ই মার্চ ভোর নাগাদ চুরির ঘটনা নজরে আসে নিরাপত্তারক্ষীর। প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যায় পূজার্চনার পর মন্দির বন্ধ করে পাশের রুমে ঘুমায় ব্রাহ্মণরা।গভীর রাতে গেটের শব্দ শুনে ছুটে আসে নিরাপত্তারক্ষী।এসে দেখে ব্রাহ্মণদের রুম বাহির দিয়ে শিকল দেওয়া। শিকল খুলে তাদের বের করে দেখা যায় মন্দিরের পেছনের গেট খোলা। মন্দিরে থাকা সোনা, রুপার গহনা এবং প্রণামি বাক্স চুরি হয়ে যায়।খবর দেওয়া হয় মহিষাদল থানায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। সিসিটিভি ক্যামেরা থাকলেও চোরের দল পরিকল্পিত ভাবে সিসিটিভিকে আড়াল করে ঘটনা ঘটিয়েছে।মন্দিরের ব্রাহ্মণ দিবাকর মিশ্র হলদিয়া বন্দর অনলাইন ডিজিটাল জানান, আমরা রুমে ঘুমাই। আড়াইটা নাগাদ নিরাপত্তারক্ষী আমাদের ডাকে। বাহির থেকে শিকল দেওয়া ছিল। নিরাপত্তারক্ষী দরজার শিকল খুললে আমরা বেরিয়ে এসে দেখি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। রাজ পরিবারকে বিষয়টি জানাই। মন্দিরে দেব দেবির গহনা, আসবাবপত্র,  প্রণামি বাক্স সহ আনুমানিক লক্ষাধিক টাকা চুরির ঘটনা ঘটেছে।নিরাপত্তারক্ষী শ্রীদাম প্রামাণিক জানান, মেন গেটের সামনে ছিলাম। রাত আড়াইটা নাগাদ একটি শব্দ কানে আসে। মন্দিরের ভেতরে ঢুকে দেখি ব্রাহ্মণদের থাকার রুমে বাইরে থেকে শিকল দেওয়া। তাদের ডেকে ঘুম থেকে তুলে দেখি মন্দিরের গেটও খোলা। কাছে গিয়ে দেখা যায় মন্দির চুরি হয়েছে। প্রাচীন মহিষাদল রাজবাড়ির গোপালজিউ মন্দিরে এই ধরনের চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।এখন দেখার পুলিশ তদন্ত করে চুরির ঘটনায় যুক্তদের চিন্নিত করতে পারে কি না।


No comments