Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জলের ট্যাঙ্কের উপরে কলেজ পড়ুয়া?

জলের ট্যাঙ্কের উপরে কলেজ পড়ুয়া?বৃহস্পতিবার ১৪ ই মার্চ হলদিয়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের গান্ধীনগরে নেশাগ্ৰস্থ অবস্থায় এক কলেজ পড়ুয়া জলের ট্যাঙ্কের ওপরে গভীর রাত পর্যন্ত বসে রয়েছে বলে দেখতে পান এলাকার বাসিন্দারা। হলদিয়া …

 



  জলের ট্যাঙ্কের উপরে কলেজ পড়ুয়া?

বৃহস্পতিবার ১৪ ই মার্চ হলদিয়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের গান্ধীনগরে নেশাগ্ৰস্থ অবস্থায় এক কলেজ পড়ুয়া জলের ট্যাঙ্কের ওপরে গভীর রাত পর্যন্ত বসে রয়েছে বলে দেখতে পান এলাকার বাসিন্দারা। হলদিয়া থানার পুলিশ ও দমকল বাহিনী এসে ওই পড়ুয়াকে নামানোর চেষ্টা করছে বলে সূত্রে জানা গেছে। ঘটনাস্থলে রয়েছেন হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ইনকাউন্সিলর আজিজুল রহমান।

ওই যুবককে নামিয়ে আনতে হলদিয়া থানার পুলিস ও দমকল বিভাগে খবর দেন তিনি। প্রায় দেড় ঘণ্টা ধরে নানা কসরত করতে থাকেন ওই যুবক। তিনি ট্যাঙ্কের ছাদে নাচানাচির করার পাশাপাশি নেশার বিভিন্ন দ্রব্য চাইতে থাকেন। যুবক যে কোনও মুহূর্তে ঝাঁপ দিতে পারে এই আশঙ্কায় ঘুম ছুটে যায় পুলিসের। স্থানীয় এক যুবক ওই ট্যাঙ্কের উপর উঠে যুবককে নানাভাবে নিচে নামার জন্য অনুরোধ উপরোধ করতে থাকেন। শেষমেস টানটান উত্তেজনার অবসান ঘটিয়ে রাত সাড়ে ১১ টা নাগাদ ওই যুবককে নামিয়ে আনা সম্ভব হয়েছে। তাঁর নাম শেখ মিরাজ। বাড়ি ভবানীপুর এলাকায়।

No comments