গাছের ছাল সরাতেই জলের ফোয়ারা
অবাক কাণ্ড অন্ধ্রে! গাছের গায়ে সামান্য কোপ দিতেই জলের ফোয়ারা। এই ভিডিও ভাইরাল হয়েছে। অন্ধ্রের বন দপ্তর নতুন এই নতুন গাছের খোঁজ পেয়েছেন স্থানীয় কোন্ডা রেড্ডি আদিবাসীদের কাছ থেকে। ইন্ডিয়ান লরেল (ফাইকাস ম…
গাছের ছাল সরাতেই জলের ফোয়ারা
অবাক কাণ্ড অন্ধ্রে! গাছের গায়ে সামান্য কোপ দিতেই জলের ফোয়ারা। এই ভিডিও ভাইরাল হয়েছে। অন্ধ্রের বন দপ্তর নতুন এই নতুন গাছের খোঁজ পেয়েছেন স্থানীয় কোন্ডা রেড্ডি আদিবাসীদের কাছ থেকে। ইন্ডিয়ান লরেল (ফাইকাস মাইক্রোকার্পা) অর্থাৎ ডুমুর পরিবারের সদস্য ওই প্রজাতির গাছে গ্রীষ্মের সময় বাকলের তলায় জলের সঞ্চয় থাকে। গাছে কোপ দিতেই সেই জলের ভাণ্ডার উন্মোচিত হয়েছে। গাছে সঞ্চিত ওই জলে তীব্র ঝাঁঝালো গন্ধ রয়েছে এবং তা স্বাদে আম্লিক।
।
নিত্য নতুন খবর পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন
WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r
No comments