হলদিয়া পেট্রো কেমিক্যালস গেটে শ্রমিক বিক্ষোভ
হলদিয়া পেট্রো কেমিক্যালস কারখানার গেটে শ্রমিকদের ঢুকতে না দেওয়ায় বিক্ষোভ দেখালেন। দীর্ঘ কয়েক মাস ধরে গেট পাশ রেনুয়েল হয়নি। হয়নি তাদের সিওডি বারে বারে কর্তৃপক্ষকে জানিয়ে ও কোন …
হলদিয়া পেট্রো কেমিক্যালস গেটে শ্রমিক বিক্ষোভ
হলদিয়া পেট্রো কেমিক্যালস কারখানার গেটে শ্রমিকদের ঢুকতে না দেওয়ায় বিক্ষোভ দেখালেন। দীর্ঘ কয়েক মাস ধরে গেট পাশ রেনুয়েল হয়নি। হয়নি তাদের সিওডি বারে বারে কর্তৃপক্ষকে জানিয়ে ও কোন কাজ হয়নি । প্রায় তিন মাস তাদের গেট পাশ না হওয়ায় কারখানার নিরাপত্তা রক্ষীরা গেটে আটকে দেয় শ্রমিকদের। আর সেই নিয়ে চলে বিক্ষোভ পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের আলোচনা হয় দুদিন সময় চেয়েছে। বলে সূত্রে জানা যায়। কটাক্ষ করেছেন ভারতীয় জনতা পার্টির পূর্ব মেদিনীপুর জেলা সাংগঠনিক জেলার সভা নেত্রী হলদিয়া বিধায়িকা তাপসী মন্ডল তিনি বলেন ২০১১ সাল থেকে রাজ্যে চলছে শ্রমিক শোষণ ।
No comments